#মুম্বই: অনেকে বলছেন, এই বছরটা যেন খারাপ সময়ের মতো, শুরু হয়েছে কিন্তু শেষ হচ্ছে না। আবার আচমকা বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর চলে আসায় অনেকেই বলছেন যে ঝড়ের গতিতে কেটে গেল করোনাকালের মার্চ থেকে নভেম্বর। বলিউডের (Bollywood) অভিনেত্রী কাজলও অনেকটা তা-ই মনে করছেন।
মার্চ মাস থেকে লকডাউন চালু হওয়ায় অন্যান্য কর্মক্ষেত্রের মতো বড় রকমের ধাক্কা খেয়েছে বলিউডও (Bollywood)। অনেক তারকাই দীর্ঘ দিন বাড়িতে বন্দী ছিলেন। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মতো হেভিওয়েট তারকা প্রায় গোটা পরিবার সমেত করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক তারকা আবার সাফ জানিয়ে দিয়েছেন বাজারে ভ্যাকসিন (vaccine) না আসা পর্যন্ত তাঁরা শ্যুটিং শুরু করবেন না।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে যে পোস্ট দিয়েছেন নায়িকা, সেখানে সাদা জ্যাকেট পরা কাজলের (Kajol) অভিব্যক্তিও এখানে লক্ষ্য করার মতো। তিনি এখানে চিন্তিত ও গম্ভীর। তবে এটা তাঁর দুর্দান্ত অভিনয়শৈলীর একটি রূপ, না কি তিনি সত্যিই এখনও বুঝে উঠতে পারছেন না যে বছর কী ভাবে গড়িয়ে গেল, সেটা একটা ধাঁধার মতো।
কাজলের এই সোশ্যাল মিডিয়ার ছবিতে বেশ ভালো ভাবে অনেক তারকাই তাঁদের পছন্দ জাহির করেছেন। পোস্ট লাইক করেছেন কাজলের বোন তনিশা (Tanishaa Mukerji), করণ জোহর (Karan Johar), হুমা কুরেশি (Hjuma Qureshi) ও বৎসল শেঠও।View this post on Instagram
কাজল (Kajol) বরাবরই উচ্ছ্বল স্বভাবের মানুষ। নিজের আবেগ লুকিয়ে রাখার পক্ষপাতী নন তিনি একেবারেই। নিয়মিত ছবিতে অভিনয় না করলেও ইন্সটাগ্রামে তিনি নিয়মিত ছবি পোস্ট করেন। তবে কাজল বুদ্ধিমতীও বটে। তাই প্রত্যেক ছবির সঙ্গে তাঁর মজাদার ক্যাশন সোশ্যাল মিডিয়ায় অনেকেই পছন্দ করেন।
কিছুদিন আগেই করওয়া চৌথের সময় কাজলের ছবির ক্যাপশন হাসির রোল তুলেছিল। চাঁদ দেখা না গেলে খাওয়া যাবে না, আর খিদের চোটে আকাশে না হোক তিনি মোবাইল ফোনেই চাঁদ দেখে উপোস ভাঙতে চেয়েছিলেন!
বড় পর্দায় কাজলকে স্বামী অজয় দেবগণের (Ajay Devgan) বিপরীতে তানাজি (Tanhaji) ছবিতে শেষ দেখা গিয়েছে। এখনও পর্যন্ত আসন্ন কোনও ছবির ঘোষণা করা হয়নি। তবে ১১ লক্ষ অনুগামী নিয়ে ইন্সটাগ্রামের (Instagram) বলিউডের একদা রানি দিব্যি আছেন!