#মুম্বই: প্রশ্নটা উঠতে আরম্ভ করেছে ঠিকই কিন্তু কোথাও একটা গিয়ে যেন বেশ বড়সড় ধাক্কাও খেয়েছে! আসলে ছত্রপতি শিবাজিকে নিয়ে ছবি হবে কি হবে না, সেটা এখনও পর্যন্ত রয়ে গিয়েছে এক ধাঁধার জায়গায়। বলিউডে নানা ঐতিহাসিক চরিত্রকে নিয়ে এর মধ্যেই ছবি হয়ে গিয়েছে। সেই সব ছবির দৌলতে ছায়াছবির রুপোলি পর্দায় জীবন্ত হয়ে উঠেছেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও, আলাউদ্দিন খিলজি, পদ্মাবতী, রানি লক্ষ্মীবাঈ, নানাসাহেব, তাঁতিয়া টোপির মতো বহু কিংবদন্তি দেশীয় চরিত্র। কিন্তু এ তালিকায় এখনও পর্যন্ত শিবাজির নাম জোড়া সম্ভব হয়নি।
অনেকে বলে থাকেন যে কারণটা শিব সেনার কঠোর নজরদারি! মুম্বইয়ে বসে মহারাষ্ট্রের এই আইডলকে নিয়ে ছবি করার ঝুঁকি কেউ নিতে চাইছেন না। যদি বিন্দুমাত্র কিছুও মনের মতো না হয় শিব সেনার, তা হলেই তারা বন্ধ করে দেবে ছবির কাজ। মাঝখান থেকে জলের মতো কেবল পয়সাই খরচ হবে, কাজের কাজ কিছুই হবে না। তাই প্রযোজকেরা, পরিচালকেরা ইচ্ছে থাকলেও শিবাজিকে নিয়ে ছবি তৈরির ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছেন!
View this post on Instagram
সেই জায়গা থেকে যখন আর মাধবন (R Madhavan) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শিবাজির বেশে ছবি পোস্ট করলেন, সঙ্গত কারণেই বেশ সাড়া পড়ে গিয়েছিল দেশে। এত দিনে তা হলে বোধ হয় সব শর্ত পূরণ করা গিয়েছে, তৈরি হচ্ছে শিবাজির বায়োপিক। কিন্তু যে পোস্টটি শেয়ার করেছেন নায়ক, তার সঙ্গে রয়েছে আরও ৮টি ছবি। যার মধ্যে কোনও কোনওটা আবার ফলোয়ারদের মনে করিয়ে দিচ্ছে গেম অফ থ্রোনস-এর নানা চরিত্রের কথাও!
এই ধাঁধা কাটাতে পোস্টের সঙ্গে মাধবন যা লিখেছেন, সে দিকে নজর দেওয়াই যায়। তিনি রীতিমতো আক্ষেপ করেছেন এই বলে যে ছবিতে যে সব চরিত্রগুলোর সাজে তাঁকে দেখা যাচ্ছে, তা হয় হাত থেকে বেরিয়ে গিয়েছে, নয় তো পাওয়ার কোনও আশাই নেই! তা হলে কি পুরো ব্যাপারটাই নিছক হঠাৎ মনে জেগে ওঠা এক খেয়াল? আর তার পর কোনও অ্যাপের সাহায্যে সাধপূরণ?
কথা হল, অভিনেতারা এমনি-এমনি তো আর কিছু করেন না! দেখা যাক, এই ছবিগুলো পোস্টের রহস্য ভবিষ্যতে মাধবন ভাঙেন কি না!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, R Madhavan