কলকাতা: সাইবার প্রতারণার ফাঁদে অভিনেতা সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়। প্রয়াত অভিনেতা তরুণ কুমারের নাতি। এ বিষয়ে ফেসবুকের মাধ্যমে অনুরাগীদের অবগত করেছেন তিনি।
সৌরভের অভিযোগ, টাকার জন্য় হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। এমনকী দাবি মতো টাকা না দিলে তাঁর ফোনের কনচ্যাক্ট লিস্ট হ্যাক করে সবাইকে নোংরা ছবি পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছেন অভিনেতা। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: বিশ্ববিখ্যাত ভাই, কিন্তু কেন আড়ালেই থাকেন শাহরুখের দিদি? চোখে জল আনবে কাহিনি
আরও পড়ুন: পর্দায় না এসেই তুফান! মুক্তির আগেই পুষ্পা ২-র ভাঁড়ারে হাজার কোটি, কীভাবে সম্ভব
ফেসবুক পোস্টে টেলি অভিনেতা জানান, তাঁর হোয়াটসঅ্যাপে দু'দিন ধরে একটি ফোন আসছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলছেন, তিনি যে সাড়ে তিন হাজার টাকা নিয়েছিলেন, তা শোধ করে দিতে হবে। অন্যথা হলে সৌরভের ফোনের কনট্যাক্ট লিস্টে যাঁরা আছেন, তাঁদের 'নোংরা ছবি' পাঠানো হবে।
কয়েকজনের কাছে তেমন ছবি গিয়েছে বলেও জানিয়েছেন সৌরভ। কারণ ইতিমধ্যেই তাঁর ফোন হ্যাক করা হয়েছে। অভিনেতা জানান, ব্লক করেও সমস্যার সমাধান হয়নি। অগত্যা পুলিশের দ্বারস্থ হতে হয় তাঁকে। জানা গিয়েছে, লালাবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।