#মুম্বই: অতিরিক্ত মাত্রায় বিদ্যুতের বিল সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবারই মাথা ঘুরিয়ে দেয় ৷ এবার এমনই হয়েছে বলিউডের অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে ৷ বিশাল বড় অঙ্কের একটি বিদ্যুতের বিল দেখে রীতিমত ঝটকা লেগেছে তাঁর ৷ কেননা বিলটি তাঁর নামেই ইস্যু হয়েছে ৷
3 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj
— taapsee pannu (@taapsee) June 28, 2020
সেই বিদ্যুতের বিলের স্ক্রিনশট নিয়ে ট্যুইট করেছেন ক্ষুব্ধ অভিনেত্রী ৷ তাপসী একই সঙ্গে আদানি ইলেকট্রিসিকেও ট্যাগ করে লিখেছেন ৷ জানিয়েছেন লকডাউনের তিনমাস হয়েছে ৷ 'গত একমাস ধরে আমি কী এমন উপকরণ ব্যবহার করেছি যে বিদ্যুতের বিল এতখানি এসেছে? আমি ঠিক বুঝতে পারছিনা আপনারা কীভাবে বিদ্যুতের বিল এতখানি চার্জ করছেন?'
পরের ট্যুইটে লিখেছেন 'এই আবাসনে কেউই থাকেনা কোনও রকমেই বিদ্যুৎ ব্যবহৃত হয়নি, সপ্তাহে একবার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেতে হয়, আবাসনে কেউই বিদ্যুৎ ব্যবহার করলে জানিয়েই করেন, আমার অত্যন্ত চিন্তা হচ্ছে ৷' জানিয়েছেন অভিনেত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Tapasee Pannu