Home /News /entertainment /
দরজা ঠেলতেই সিলিং ফ্যানে ঝুলন্ত দেহ! আত্মঘাতী জনপ্রিয় টেলি-অভিনেত্রী

দরজা ঠেলতেই সিলিং ফ্যানে ঝুলন্ত দেহ! আত্মঘাতী জনপ্রিয় টেলি-অভিনেত্রী

অভিনেত্রী প্রিয়াঙ্কা, ছবি-- সংগৃহীত

অভিনেত্রী প্রিয়াঙ্কা, ছবি-- সংগৃহীত

কোনও সুইাইড নোট উদ্ধার হয়নি ৷ ঠিক কী কারণে প্রিয়াঙ্কা আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷

 • Last Updated :
 • Share this:

  #চেন্নাই: আত্মঘাতী হলেন জনপ্রিয় তামিল টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা (৩২) ৷ বুধবার সকালে চেন্নাইয়ে ভালাসারাভক্কমে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রীর ৷ জনপ্রিয় তামিল সিরিয়াল ভামসম-এ প্রিয়াঙ্কার অভিনয় বিশেষ প্রশংসিত হয় ৷

  আরও পড়ুন: লাইভ ফেসবুকে আত্মহত্যা ! চুপচাপ দেখলেন ২৭৫০ জন

  জানা গিয়েছে, এ দিন সকালে অভিনেত্রীর পরিচারিকা ঢুকে দেখেন প্রিয়াঙ্কার দেহ সিলিং ফ্যানে ঝুলছে ৷ তখনই তিনি খবর দেন প্রতিবেশীদের ৷ পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে ৷ কোনও সুইাইড নোট উদ্ধার হয়নি ৷ ঠিক কী কারণে প্রিয়াঙ্কা আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷

  তিন বছর আগে বিয়ে হয় প্রিয়াঙ্কার ৷ কিন্তু বিবাহিত জীবন সুখের ছিল না বলেই খবর ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে প্রায় রোজই অশান্তি হত ৷ গত দু'মাস ধরে তাঁরা আলাদা থাকতেন ৷ তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাংসারিক অশান্তিই আত্মহত্যার কারণ হতে পারে ৷

  First published:

  Tags: Actress Suicide, Priyanka Suicide, Suicide, Tamil TV Actress