corona virus btn
corona virus btn
Loading

তৈমুরকে নিয়ে সুইজারল্যান্ডে করিনা-সইফ, ছবি হল ভাইরাল

তৈমুরকে নিয়ে সুইজারল্যান্ডে করিনা-সইফ, ছবি হল ভাইরাল
Instagram

ছোট্ট তৈমুরের প্রথম হলিডে ৷ আর তা অবশ্যই সুইজারল্যান্ডে ! সঙ্গে করিনা ও সইফ ৷

  • Share this:

#মুম্বই: ছোট্ট তৈমুরের প্রথম হলিডে ৷ আর তা অবশ্যই সুইজারল্যান্ডে ! সঙ্গে করিনা ও সইফ ৷ নবাব ফ্যামিলির এই ট্রিপের ছবি আপাতত ইন্টারনেটে ঝড় তুলেছে ৷

করিনা প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই বলিউডে তাঁকে নিয়ে রোজ রোজ নতুন নতুন খবর রটতে শুরু করেছিল ৷ তবে করিনা এই সব খবরকে কোনওভাবেই পাত্তা দেয়নি ৷ বরং স্পষ্টই নিজের সন্তানসম্ভবা হওয়া নিয়ে নানা কথা জানিয়েছেন ৷ এমনকী, চুটিয়ে কাজও করেছেন প্রেগনেন্সি নিয়ে৷

sss

তবে করিনা-সইফের ছেলে তৈমুর জন্মানোর পর থেকেই যেন মিডিয়ার গোটা নজর তৈমুরের দিকে ৷ তৈমুর কোথায় কী করছে? কেমন দেখতে তা জানতে সদা ব্যস্ত মিডিয়ারা ৷ এই ব্যাপারকে খুব একটা ভালো চোখে না নিলেও, পাপারাৎজিরা নিজের কাজ করেই চলেছেন ৷ তবে এবার পাপারাৎজি নয়, তৈমুরের হলিডের ছবি নিজেই সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করলেন সইফ নিজেই ৷

First published: August 1, 2017, 3:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर