corona virus btn
corona virus btn
Loading

ঘোড়ায় চড়ে তৈমুরের জন্মদিন !

ঘোড়ায় চড়ে তৈমুরের জন্মদিন !
Instagram

একেবারেই নবাবজাদা-র জন্মদিন ৷ তাও আবার প্রথম বলে কথা ৷ ১ বছরে পা দিল করিনা ও সইফের পুত্র তৈমুর ৷

  • Share this:

#মুম্বই: একেবারেই নবাবজাদা-র জন্মদিন ৷ তাও আবার প্রথম বলে কথা ৷ ১ বছরে পা দিল করিনা ও সইফের পুত্র তৈমুর ৷ আর তৈমুরের জন্মদিন নিয়ে মেতে উঠল গোটা নবাব পরিবার ৷

পতৌদি প্যালেসেই আয়োজন করা হয়েছে তৈমুরের প্রথম জন্মদিনের পার্টি ৷ হাজির থাকছেন করিশ্মা কাপুর, সোহা আলি খান, কুণাল খেমু ৷ আর অবশ্যই ঠাকুমা শর্মিলা ঠাকুর ৷ একদিকে তৈমুরের জন্মদিন ৷ অন্যদিকে সামনেই ক্রিসমাস ৷ সব মিলিয়ে পতৌদি ফ্যামিলিতে উৎসবের সাজ ৷

তবে জন্মদিনের সকালটা তৈমুরের শুরু হল একেবারে নবাবের কায়দায় ৷ সইফের সঙ্গে ঘোড়া চেপে, পতৌদি প্যালেসের চারপাশ ঘুরলেন তৈমুর ! পাশে অবশ্যই ছিলেন মা করিনা কাপুর খান ৷

saif 1

saif 2

First published: December 20, 2017, 3:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर