#মুম্বই: প্রয়াত জনপ্রিয় টেলিভিশন অভিনেতা কবি কুমার আজাদ সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কবি কুমার আজাদের ৷ গত সপ্তাহ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা ৷ রবিবার রাতে হঠাৎই কোমায় চলে যান তিনি৷
তারাক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকের প্রযোজক জানিয়েছেন, ‘হদরোগে বহুদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন অভিনেতা ৷ কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয় তাঁর ৷ তারপরেই ভর্তি করা হয়েছিল অভিনেতাকে ৷’
‘তারাক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে ডাক্তার হংসরাজ হাতি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন কবি কুমার আজাদ ৷ তবে শুধু ধারাবাহিকেই নয়, তাঁকে দেখা গিয়েছিল ‘মেলা’ ও ‘ফান্টুস’ ছবিতে !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।