corona virus btn
corona virus btn
Loading

কীভাবে আন্ডারকভার এজেন্ট হয়ে গেলেন তাপসী পান্নু ?

কীভাবে আন্ডারকভার এজেন্ট হয়ে গেলেন তাপসী পান্নু ?

ব্যাপারটা যে এরকম হবে তা আগে বুঝতে পারেননি পরিচালক নীরজ পাণ্ডে, অক্ষয় কুমার, এমনকী তাপসী পান্নুও ৷

  • Share this:

#মুম্বই: ব্যাপারটা যে এরকম হবে তা আগে বুঝতে পারেননি পরিচালক নীরজ পাণ্ডে, অক্ষয় কুমার, এমনকী তাপসী পান্নুও ৷ কিন্তু পুরো খেলাটাই যখন ঘুরে গিয়েছে ৷ তখন নতুন করে খেলার গুটি সাজানোটাই বুদ্ধিমানের কাজ ৷ এরকম ভাবনার জোর নিয়েই পরিচালক নীরজ পাণ্ডে লিখতে বসলেন ‘বেবি’-র আগের গল্প ৷ মানে এবার আর সিকোয়েল নয় ৷ বরং প্রিকোয়েলের ওপর জোর দিলেন নীরজ পাণ্ডে ৷ আর লিখে ফেললেন নাম শাবানা !

অক্ষয় কুমার অভিনীত ‘বেবি’ ছবিতে কেমিও চরিত্রে অভিনয় করেও, আলাদা করে নজর কেড়ে নিয়েছিলেন তাপসী পান্নু ৷ আর সেই প্রশংসা থেকেই জন্ম নিয়েছে নাকি ‘নাম শাবানা’ ৷

‘বেবি’ ছবিতে অল্প সময়ের জন্য তাপসীকে দেখা গেলেও, নাম শাবানা একেবারেই তাপসীর ছবি৷ এমনটিই বার বার বলছেন ছবির পরিচালক নীরজ পাণ্ডে ও অভিনেতা অক্ষয় কুমার ৷ শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী পান্নুর ‘নাম শাবানা’র ট্রেলার ৷ আর এই ট্রেলারেই দেখা মিলল একেবারে অন্যরকম তাপসী-র ৷ একেবারে অ্যাকশন প্যাকড ৷

First published: February 12, 2017, 3:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर