• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সামনের বছর এই সময়ই বিয়ে করছেন সুস্মিতা

সামনের বছর এই সময়ই বিয়ে করছেন সুস্মিতা

photo: collected

photo: collected

 • Share this:

  #মুম্বই: দিওয়ালি চলে যেতেই যেন বলিউডে শুরু হতে চলেছে বিয়ের মরসুম৷ দীপিকা-প্রিয়াঙ্কার পর শোনা যাচ্ছিল সামনের বছরের শুরুর দিকে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা অরোরা-অর্জুন কাপুর৷ এবার সেই তালিকায় চলে এলেন সুস্মিতা সেন৷ হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শেষেই বিয়ে করবেন সুস্মিতা৷

  বলি সেলেবদের দিওয়ালির ছবিতে সবাইকে ছাপিয়ে গিয়ে নজর কেড়েছেন বছর সাতাশের সুপার মডেল রোমান শল৷ নিজের থেকে পনেরো বছরের ছোট রোমানকেই ডেট করছেন সুস্মিতা৷ দুই মেয়ের সঙ্গে রোমানকে নিয়ে ছবিও দিয়েছেন তিনি৷ আর সেই ছবিতেই পাওয়া যাচ্ছে হ্যাপি ফ্যামিলির আভাস৷

  আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগের মুখে ইতালি , ভেস্তে যেতে পারে দীপিকা-রণবীরের বিয়ে!

  সূত্রে খবর এর মধ্যেই নাকি রোমান বিয়ের প্রস্তাব দিয়েছেন সুস্মিতাকে৷ সুস্মিতা হ্যাঁ-ও বলেছেন৷ সামনের বছর শীতেই বিয়ের দিন ঠিক করতে চান তারা৷ কেন রোমানকেই জীবনসঙ্গী বাছলেন সুস্মিতা? দুই মেয়ে রেনে ও আলিসার সঙ্গে রোমানের দারুণ রসায়নই নাকি রয়েছে এর পিছনে৷
  First published: