Home /News /entertainment /
রিয়ার ইচ্ছে ছিল প্রাইভেট প্লেন ও হোটেল কেনার ! পুরনো ভিডিও ভাইরাল

রিয়ার ইচ্ছে ছিল প্রাইভেট প্লেন ও হোটেল কেনার ! পুরনো ভিডিও ভাইরাল

সুশান্তের মৃত্যুরহস্যে নবতম সংযোজন 'AU'। সিবিআইয়ের তদন্তকারীরা রিয়ার ফোনের কল লিস্ট দেখতে গিয়েই চোখে পড়ে 'AU' নামটি। এই নামে কাকে কল করতেন রিয়া? জানতে চায় সিবিআই। আদিত্য ঠাকরের ট্যুইটার অ্যাকাউন্টের মাথায় লেখা রয়েছে ‘AU’ । আবার রিয়ার এক বান্ধবীর নাম অনন্যা উধাস । ‘AU’ তিনিও হতে পারেন। উত্তর খুঁজতে মরিয়া সিবিআই। রিয়া চক্রবর্তী-সহ পরিবারের ৩ জনের ফোন বাজেয়াপ্ত হয়েছে ইতিমধ্যে।

সুশান্তের মৃত্যুরহস্যে নবতম সংযোজন 'AU'। সিবিআইয়ের তদন্তকারীরা রিয়ার ফোনের কল লিস্ট দেখতে গিয়েই চোখে পড়ে 'AU' নামটি। এই নামে কাকে কল করতেন রিয়া? জানতে চায় সিবিআই। আদিত্য ঠাকরের ট্যুইটার অ্যাকাউন্টের মাথায় লেখা রয়েছে ‘AU’ । আবার রিয়ার এক বান্ধবীর নাম অনন্যা উধাস । ‘AU’ তিনিও হতে পারেন। উত্তর খুঁজতে মরিয়া সিবিআই। রিয়া চক্রবর্তী-সহ পরিবারের ৩ জনের ফোন বাজেয়াপ্ত হয়েছে ইতিমধ্যে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য দিন দিন জটিল আকার ধারণ করছে ৷

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য দিন দিন জটিল আকার ধারণ করছে ৷ রোজই রোজই পুলিশি জেরার উঠে আসছে নানা নতুন নতুন তথ্য ৷ আর এই ব্যাপারে রিয়া চক্রবর্তীর বয়ানই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মোচড় সুশান্ত মৃত্যু কাণ্ডে ৷

  প্রথম থেকেই সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়াকে জড়িয়ে নানা রকম খবর প্রকাশ্যে আসছিল৷ সোশ্যাল মিডিয়ায় রিয়া তো একেবারে কালপ্রিট ৷ রিয়াও প্রতিবার পুলিশের কড়া জেরার মুখে পড়ে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন ৷

  এই যেমন সম্প্রতি রিয়া, সুশান্তের সঙ্গে তাঁর ইউরোপ ট্রিপ ও হোটেলে একটি ছবি দেখে সুশান্তের অস্বাভাবিক আচরণ সম্পর্কে পুলিশকে জানিয়েছেন ৷

  অন্যদিকে যখন সামনে আসে, সুশান্ত মাত্র ২ দিনের মধ্যে নিজের এফডি তুলে নিয়েছিলেন, রিয়াকে সেই প্রশ্ন করায় রিয়া স্পষ্টই জানিয়ে ছিলেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না !

  ঠিক এরই মাঝে সোশ্যাল মিডিয়া ভাইরাল হল, রিয়ার এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও ৷ যেখানে দেখা গেল রিয়া স্পষ্টই জানিয়েছেন, তাঁর ইচ্ছে একটি প্রাইভেট প্লেন, একটা দ্বীপ ও হোটেল কেনার ৷

  সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওকেই শেয়ার করে নেটিজেনরা, জাস্টিস ফর সুশান্তের ডাক দিচ্ছেন !

  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood, Sushant singh Rajput

  পরবর্তী খবর