#মুম্বই: ১৪ জুন গোটা বিশ্ববাসীকে হতবাক করে মৃত্যুলোকে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর জীবনের এরকম পরিণতি এখনও যেন মেনে নিতে পারছে না কেউ৷ সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন ! তা নিয়ে এখনও রহস্য বেড়েই চলেছে৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সামনে এসেছে বলিউডের বিভৎস চেহারা ৷ নেপোটিজম বিতর্ক ৷ একের পর নাম এক জড়িয়েছে বলিউডের বিগ স্টারদের ৷ সোশ্যাল মিডিয়ায় সুশান্তের জন্য ন্যায় চেয়ে নানা ফোরাম ! এরই মধ্যে সময় জলের মতো এগিয়ে গিয়েছে ৷ এক মাস কেটে গেল সুশান্ত নেই !
(Photo Credit: Spotboye)
সুশান্তের মৃত্যু রহস্যের জট ছাড়াতে এখনও বার বার পুলিশের কাছে যাচ্ছেন অভিনেত্রী ও সুশান্তের বিশেষ বন্ধু রিয়া চক্রবর্তী ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে তাঁর নাম বার বারই সামনে এসেছে ৷ সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগেও নায়কের সঙ্গে একই বাড়িতে থাকতেন রিয়া ৷ আর সেই কারণেই রিয়ার বয়ান অত্যন্ত গুরুত্ব রাখছে পুলিশের কাছে ৷
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় রিয়ার সঙ্গে পরিচালক মহেশ ভাটের সম্পর্ক নিয়েও নানা গসিপ রটছে ৷ তবে এই সব নিয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি রিয়া ৷ সুশান্তের মৃত্যু নিয়েও সোশ্যাল মিডিয়ায় একটাও শব্দ ব্যয় করেননি তিনি ৷ হয়তো চুপ থেকেই নিজের নায়ককে মনে করতে চাইছেন রিয়া ৷
তবে নায়কের মৃত্যুর এক মাস পূর্ণ হওয়ায় যেন সুশান্তে স্মৃতিচারণায় ভাসলেন রিয়া ৷ হোয়াটসঅ্যাপের ডিপিতে রাখলেন নায়কের সঙ্গে তাঁর ছবি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sushant singh Rajput