#মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং৷ সোশ্যাল মিডিয়ায় সুশান্ত সিং রাজপুতের বাবার অসুস্থতার কথা জানিয়েছে, তাঁর দুই বোন প্রিয়াঙ্কা ও মিতু ৷ হাসপাতাল থেকে একটি ছবিও পোস্ট করেছেন তাঁরা ৷
ছেলে সুশান্ত সিংয়ের হঠাৎ মৃত্যু একেবারেই সহ্য করতে পারেননি তাঁর বাবা কে কে সিং ৷ তবুও আইনের কাছ থেকে সঠিক ন্যায় পাওয়ার দিকে শক্ত হয়ে তাকিয়ে ছিলেন ৷ বার বার বলেছিলেন, তাঁর ছেলে আত্মহত্যা করতে পারেন না ৷ এমনকী, সুশান্তের উজ্জ্বল ভবিষ্যতের কথাও বার বলতেন তিনি ৷ তবে সুশান্তের মৃত্যুর খবর তাঁকে গভীর দাগ কেটে দিয়ে গেছে ৷ তারপর থেকেই মাঝে মধ্যে নানারকম অসুখ-বিসুখে ভুগছিলেন সুশান্ত সিং ৷ তবুও মনকে শক্ত করে এগিয়ে চলেছিলেন ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput