#মুম্বই:বলিউড কিছুতেই মেনে নিতে পারছে না প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যু ৷ সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতার যে পরিণতি এরকম হবে তা মানাই যায় না ৷ ফিল্মের কেরিয়ারে মাত্র ১১ টা ছবি করেই চলে গেলেন সুশান্ত ৷ মুক্তি দেখা হল না তাঁর ১২ নম্বর ছবি ‘দিল বেচারা’-র ৷
তবে ফ্যানদের দৌলতে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছেয়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুত ৷ রোজ রোজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সুশান্তের ভিডিও ৷ যা কিনা বার বার উসকে দিচ্ছে সুশান্তের স্মৃতি ৷
এরকমই এক পুরনো ভিডিও এবার ভাইরাল হলো, যেখানে দেখা গেল শ্যুটিং শেষে সুশান্তকে দেখার জন্য উপচে পড়া মানুষের ভিড় ৷
ভিডিওটি দিল বেচারা ছবির শ্যুটিংয়ের ৷ যেখানে শ্যুটিং শেষ হওয়ার পর সুশান্তকে একবার সামনে থেকে দেখতে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড় ৷ শুরু হয়ে যায় ছোটাছুটি ৷ ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খান নায়ক সুশান্ত !