corona virus btn
corona virus btn
Loading

ওরিয়ো বিস্কুটে সুশান্ত সিং রাজপুত, দেখুন নায়কের ফ্যানের কামাল !

ওরিয়ো বিস্কুটে সুশান্ত সিং রাজপুত, দেখুন নায়কের ফ্যানের কামাল !

সুশান্তের মৃত্যুকে সামনে এনে, প্রকাশ্যে এসে পড়েছে বলিউডের নেপোটিজম বির্তক, অন্ধকার রূপ ৷

  • Share this:

#মুম্বই: দেখতে দেখতে কেটে গিয়েছে একমাস ৷ জুন মাসের ১৪ তারিখ গোটা দেশকে চমকে দিয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ৷ তারপর থেকেই বলিউডের অন্দরে নানা জলঘোলা ৷ সুশান্তের মৃত্যুকে সামনে এনে, প্রকাশ্যে এসে পড়েছে বলিউডের নেপোটিজম বির্তক, অন্ধকার রূপ ৷ একের পর এক নাম উঠেছে বড় বড় তারকার ৷ সুশান্তের মৃত্যুর তদন্তে কঠোর হচ্ছে পুলিশি জেরা ৷

এত কিছুরই মাঝে প্রকাশ্যে এল সুশান্ত সিং রাজপুতের জীবনী নিয়ে তৈরি হতে চলা এক ছবির খবর ৷ যার নাম সুইসাইড অর মার্ডার ! সেই ছবিরই ফার্স্টলুক এবার এল সামনে ৷
তার ওপর হটস্টার-ডিজনিতে মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ ৷ যা দেখে গোটা দেশ সুশান্তে আবেগে ভাসছে ৷ ঠিক এরই মাঝে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাস হলো সুশান্ত সিং রাজপুতের এক ফ্যানের কীর্তি ৷ যা দেখে একেবারে তাক লেগে যাবে ৷
সুশান্তের এই ফ্যান ওরিয়ো বিস্কুট দিয়ে তৈরি করে ফেলেছেন সুশান্তের মুখ ৷ ঝড়ের বেগে শেয়ার হচ্ছে এই ভিডিও ৷
Published by: Akash Misra
First published: July 26, 2020, 6:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर