#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা এখনও যেন মেনে নিতে পারছে না তাঁর ফ্যানেরা ৷ তার ওপর সোশ্যাল মিডিয়ায় যেভাবে সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কালপ্রিট সাজিয়েছিল, তারপর রিয়ার জামিন হওয়াতে সুশান্ত ফ্যানেরা কেমন যেন হতবাক ৷ ঠিক যেন বুঝতেই পারছেন না সুশান্ত সিং রাজপুত, সিবিআই তদন্ত কোন দিকে এগোচ্ছে ৷
জানা গিয়েছে, ইউনাইটেড ফর জাস্টিস নামে যে ক্যাম্পেন শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তা সুশান্তে বর্ধিত পরিবারের লোকজনের দ্বারাই পরিচালিত হয় ৷ তাই সুশান্তের মৃত্যুর পর থেকেই এই ক্যাম্পেন সদা অ্যাক্টিভ ও আপডেটেড!
রিয়া এখন জেলের বাইরে ৷ শোনা যাচ্ছে, বিগ ১৪-এ তে নাকি রিয়া আসতে পারেন ৷ এমনকী, শোনা যাচ্ছে, এই রিয়্যালিটি শোকেই প্ল্যাটফর্ম বানিয়ে রিয়া নাকি সত্যিই ঘটনাগুলো সামনে আনবেন ৷
: ( pic.twitter.com/L6YGEgg4j9
— United for #SushantSinghRajput (@sushantf3) October 12, 2020
রিয়ার এই বিগবসের ঘরে ঢোকার খবর ছড়িয়ে পড়তেই ইউনাইটেড ফর জাস্টিসের পেজে নতুন আপডেট৷ সুশান্তের অভিনীত ছবি শুদ্ধ দেশি রোম্যান্সের একটি দৃশ্যের কিছুটা অংশই আপলোড করা হলো ট্যুইটারে ৷ যেখানে সুশান্ত একশো শতাংশ প্রেমের কথা বলছেন ৷
সেই ভিডিওই শেয়ার করে লেখা হয়েছে, ‘সুশান্ত একশো শতাংশ ভালোবেসেছিল, তার বদলে সুশান্ত শুধু পেল মৃত্যু !’
পেজের এই পোস্ট দেখার পর একদিকে যেমন পোস্টটি ভাইরাল হয়েছে, তেমনি সুশান্তের ফ্যানেরা আবেগঘন হয়ে পড়ে নিজের মতো করে শ্রদ্ধা জানিয়েছেন তাঁদের প্রিয় নায়ককে ৷