• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘আমাদের মিল ছিল প্রচুর, পড়তাম আর হাসতাম’, সুশান্তকে নিয়ে লিখলেন সঞ্জনা

‘আমাদের মিল ছিল প্রচুর, পড়তাম আর হাসতাম’, সুশান্তকে নিয়ে লিখলেন সঞ্জনা

Photo: Instagram

Photo: Instagram

সুশান্তের কথা মনে করে যেন বার বার ভেঙে পড়ছেন সুশান্তের শেষ ছবি দিল বেচারার নায়িকা সঞ্জনা সাংভি ৷

 • Share this:

  #মুম্বই: সুশান্তের কথা মনে করে যেন বার বার ভেঙে পড়ছেন সুশান্তের শেষ ছবি দিল বেচারার নায়িকা সঞ্জনা সাংভি ৷ তাই তো বার বার তাঁর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে উঠে আসছে সুশান্তে সিং রাজপুতের সঙ্গে তাঁর কাটানো সময়ের কথা ৷ সম্প্রতি সঞ্জনা এমনই এক সুন্দর মুহূর্তের কথা শেয়ার করলেন ইনস্টাগ্রামে ৷

  দিল বেচারা ছবির অভিনেত্রী সঞ্জনা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন দিল বেচারা ছবির একটি শ্যুটিং স্টিল ৷ যেখানে দেখা গিয়েছে বাইকের সামনে দাঁড়িয়ে রয়েছে সুশান্ত ও সঞ্জনা ৷ মুখে তাঁদের হাসি ৷

  সঞ্জনা লিখলেন, ‘তোমার সঙ্গে সেই পেট ফাটা হাসির দিনগুলো মিস করছি ৷ যে কিনা সব সময় হ্যাম-চিজ ওমলেট আর চা খাওয়ার জন্য রাজি থাকত ৷ কথায় কথায় নাচতে চাইতো, সেই এনার্জিটাকে মিস করি৷ আর যেটা সবচেয়ে মিস করি তা হলো বই নিয়ে আলোচনা ৷ তোমার আর আমার মধ্যে এই মিলটা ছিল দারুণ ! ’

  এই লেখার সঙ্গে সঞ্জনা ইনস্টাগ্রামে শেয়ার করলেন দিল বেচারা ছবির কিছু স্টিলও ৷

  Published by:Akash Misra
  First published: