হোম /খবর /বিনোদন /
শেষ ছবির শ্যুটিং-এ অত্যন্ত উৎসাহী সুশান্ত সিং রাজপুত, প্রকাশ্যে ভাইরাল ভিডিও

শেষ ছবির শ্যুটিং-এ অত্যন্ত উৎসাহী সুশান্ত সিং রাজপুত, প্রকাশ্যে ভাইরাল ভিডিও

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ভাইরাল ৷

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ভাইরাল ৷

আগামী ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দিল বেচারা

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার মুক্তি সামনের মাসেই অর্থাৎ ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিসনি হটস্টারে রিলিজ করবে ৷ সুশান্ত সিং রাজপুতের অগণিত ভক্ত অধীর আগ্রহে যেমন ছবি দেখার জন্য মুখিয়ে আছেন ঠিক তেমনই অন্যদিকে একদল ভক্তরা দাবি করেছেন যাতে প্রিয় তারকার শেষ সিনেমা হলে দেখানো হয় ৷

 
View this post on Instagram
 

Ammamma with Sushant two of them full of positivity...

A post shared by Sowbhagya Venkitesh (@sowbhagyavenkitesh) on

এরই মাঝে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির একটি দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে সুশান্ত সিং রাজপুতকে নাচতে ৷ এই ভিডিওটি মালয়ালি টিভি রিয়্যালিটি শো-র বিচারক ও ক্লাসিক্যাল ডান্সার সৌভাগ্য ভেঙ্কটেশ শেয়ার করেছেন ৷ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন 'সুশান্ত সিং রাজপুতের সঙ্গে আম্মা. . .দু'জনেই পজিটিভিটিতে পরিপূর্ণ৷' এই ভিডিওতে সুশান্ত সিং রাজপুত তাঁর অনস্ক্রিন ঠাকুমা সুব্বালক্ষ্মীর সঙ্গে 'কাই পো ছে' একটি গানে নাচছিলেন ৷ 'কাই পো ছে' ছবিটি সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি ৷

সুব্বালক্ষ্মীর সঙ্গে সুশান্ত সিং রাজপুতকে দুর্দান্ত মজা করতে দেখা গিয়েছে ৷ এই গানে তিনি বেশ মজা করছিলেন মজার সঙ্গে সঙ্গে উপভোগও করতে দেখা গিয়েছে ৷ সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারায় অভিনয়ের মাধ্যমেই অভিনেত্রী সঞ্জনা সিন্ধু বলিউডে পা রেখেছেন ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে পোস্টর রিলিজ করে ছবিটির সম্বন্ধে যাবতীয় তথ্য দিয়েছিলেন ৷ জানা গিয়েছে জন গ্রিনের কাহিনি অবলম্বনে হলিউডের ছবি দ্য ফল্ট ইন আওয়ার স্টার্সের হিন্দি ভার্সান 'দিল বেচারা ৷'

Published by:Arjun Neogi
First published:

Tags: Bollywood, Dil Bechara, Sushant singh Rajput