#মুম্বই: বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন এক সপ্তাহ হয়েছে ৷ তাঁর মৃত্যু নিয়ে নানান সম্ভাবনা একে একে দেখা যাচ্ছে ৷ প্রিয় তারকার মৃত্যুর খবরে ক্রমাগত আঘাত প্রাপ্ত হয়েছেন বহু ভক্ত ৷ সুশান্তের মৃত্যুর পরে অনেক অজানা অদেখা ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করেছে ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে পুলিশ ১৫ জনের বয়ান রেকর্ড করেছে ইতিমধ্যেই ৷
Sushant was an Ambidextrous,he could mirror write as well. Something that even Leonardo da Vinci would do,here he can be seen writing "Tahir Bhasin" using the same skill. pic.twitter.com/XMwEZv3hpL
— siddhant. (@ignoreandfly) June 19, 2020
সুশান্ত সিং রাজপুত প্রয়াত হওয়ার পরে বিভিন্ন তথ্য সামনে এসেছে ৷ তেমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে বুঝতে পারা গিয়েছে তিনি অত্যন্ত প্রতিভাবান ছিলেন ৷ হাসিখুশি, প্রাণোচ্ছল তারকার অন্যতম গুণ ছিল তিনি একসঙ্গে দু'হাতে লিখতে পারতেন ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুত দু'হাতে একসঙ্গে দুটি পেন নিয়ে লিখছেন তিনি ৷ এই প্রতিভা কোনও সাধারণ প্রতিভা নয়, বা এই প্রতিভা সবার মধ্যে থাকেনা, কিছু সীমিত মানুষের মধ্যেই এই প্রতিভা থাকে, বলেই বিশেষজ্ঞদের মত ৷
অনেকেই মনে করেন সুশান্ত সিং রাজপুতের এত গুণ ছিল যে বলিউডে এমন কেউ আছেন যিনি তাঁর সঙ্গে টক্কর দিতে পারতেন সুশান্তের সঙ্গে ৷ বহুমুখী প্রতিভার অধিকারী সুশান্ত সিং রাজপুত এই ভাবে চলে যাবেন তা ভাবা যায়নি কখনও ৷ তাঁর অকাল মৃত্যুতে বড় সংখ্যক ভক্তরা হতাশ হয়েছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sushant singh Rajput