হোম /খবর /বিনোদন /
সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা: সঞ্জয় লীলা বনশালি ২ ঘণ্টা পুলিশের প্রশ্নের মুখে

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা: পরিচালক সঞ্জয় লীলা বনশালি ২ ঘণ্টায় পুলিশের ৩৫ প্রশ্নের মুখোমুখি

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় পুলিশি জেরার মুখোমুখি পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় পুলিশি জেরার মুখোমুখি পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷

টানা ২ ঘণ্টার জেরায় ৩৫ প্রশ্নের সম্মুখীন সঞ্জয় লীলা বনশালি, একাধিক রহস্যের উঁকিঝুঁকি

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ৷ সোমবার বনশালি তাঁর আইনি পরামর্শ দাতাদের নিয়ে বান্দ্রা থানায় উপস্থিত হন ৷ প্রায় ২ ঘণ্টা টানা  ৩০-৩৫ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পরিচালককে ৷ জানা গিয়েছে, সঞ্জয় লীলা বনশালি চারবার সুশান্ত সিং রাজপুতকে তাঁর ছবিতে অভিনয় করার জন্য অফার করেছিলেন ৷ বনশালি পুলিশকে আরও জানিয়েছেন, বাজিরাও মস্তানি ও রামলীলায় সুশান্তকে অভিনয় করার কথা বলেছিলেন ৷

বান্দ্রা থানায় সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় হাজিরা সঞ্জয় লীলা বনশালির ৷ বান্দ্রা থানায় সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় হাজিরা সঞ্জয় লীলা বনশালির ৷ ছবি সৌজন্যে বিরল ভয়ানী ৷

কিন্তু সেই সময়ে যশরাজ ফিল্মসের অন্য ছবিতে ব্যস্ত থাকার কারণেই সুশান্তের কাছে শ্যুটিং ডেট ছিল না৷ তাই বনশালির প্রোডাকশনও আর নতুন করে কথা বলেনি ৷ সঞ্জয় লীলা বনশালি জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল ২০১২ সালে ৷ সরস্বতী চন্দ্র নামে ধারাবাহিকের কাস্টিং-এর সময়কার ঘটনা ৷ কিন্তু সেই সময়ে ধারাবাহিকের জন্য মনোনীত করা হয়নি সুশান্তকে ৷ কিন্তু সঞ্জয়লীলা বনশালি জানিয়েছেন, সুশান্তের অভিনয় দক্ষতা তাঁকে বেশ প্রভাবিত করেছে ৷

টানা ২ ঘণ্টায় ৩৫টি প্রশ্নের মুখোমুখি বনশালি ৷ টানা ২ ঘণ্টায় ৩৫টি প্রশ্নের মুখোমুখি বনশালি ৷

বনশালি পুলিশকে বলেছেন,  'একজন পরিচালক হিসাবে প্রতিটি প্রজেক্ট যাতে নিঁখুত হয়ে সেটাই আমি চাই, কিন্তু ব্যস্ততার জন্য সুশান্ত সিং রাজপুত দুটি ছবিতে অভিনয় করতে পারেননি৷ তাই আমি আর পরে তাঁর সঙ্গে যোগাযোগ করিনি ৷ একজন অভিনেতার সঙ্গে পরিচালকের যেমন যোগাযোগ থাকে ঠিক তেমনই তাঁর সঙ্গে যোগাযোগ ছিল ৷'  সুশান্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ কোনও সম্পর্ক ছিল না যাতে তাঁর সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করা যায় ৷ তাই তিনি সুশান্তের মানসিক অবসাদের বিষয়টি সম্পর্কে তাঁর পক্ষে বলা সম্ভব নয়  বলে দাবি করেছেন পরিচালক৷

সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷ সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷

তদন্তে পুলিশ সুশান্তের আবাসনের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে ৷ আশ্চর্যের বিষয় এটাই যে সুশান্তের আবাসনে কোনও সিসি ক্যামেরা ছিল না ৷ অফিশিয়াল ট্যুইটার ডিলিট করা তথ্যের ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় এখন পুলিশ ৷ বনশালি জানিয়েছেন, '২০১৬ সালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তিনবার বিভিন্ন শোয়ে দেখা হয়েছিল তবে ছবি সংক্রান্ত কোনও বিষয়েই কথা হয়নি ৷'

রণবীর সিং, সঞ্জয় লীলা বনশালি ৷ (Photo- @RanveerSinghOfficial/Facebook) রণবীর সিং, সঞ্জয় লীলা বনশালি ৷ (Photo- @RanveerSinghOfficial/Facebook)

যশরাজ ফিল্মসের অন্যতম ছবি পানিতে অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের, সেই ছবির পরিচালনার দায়িত্ব শেখর কাপুর পেয়েছিলেন৷ কিন্তু অজানা কারণেই সেই ছবির শ্যুট শুরু হয়নি তখন ৷ বিষয়টি সুশান্তের আত্মহত্যার পরে ট্যুইট করে জানিয়েছিলেন স্বয়ং শেখর কাপুরই ৷ তিনি আরও জানিয়েছিলেন যে, সুশান্ত সিং রাজপুত বিগত বেশ কয়েক মাস ধরে মানসিক চাপে ছিলেন ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Sanjay Leela Bhansali, Sushant singh Rajput