Home /News /entertainment /
শুধু ভাল অভিনেতা নয়, দারুণ গায়কও ছিলেন সুশান্ত, ভিডিও ভাইরাল

শুধু ভাল অভিনেতা নয়, দারুণ গায়কও ছিলেন সুশান্ত, ভিডিও ভাইরাল

এই রহস্যকে সঙ্গে নিয়েই বার বার ফ্যানেরা সুশান্তের নস্ট্যালজিয়ায় বুদ হয়ে যাচ্ছেন ৷

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে একেবারে হতচকিত গোটা বলিউড ৷ সুশান্তের এই হঠাৎ চলে যাওয়াটা কেউ-ই মেনে নিতে পারছেন না ৷ ঠিক কী কারণে সুশান্তের মানসিক অবসাদ বা ঠিক কোন পরিস্থিতিতে সুশান্ত আত্মঘাতী হলেন, তা সত্যিই রহস্য হয়েই থেকে গেল ৷

  এই রহস্যকে সঙ্গে নিয়েই বার বার ফ্যানেরা সুশান্তের নস্ট্যালজিয়ায় বুদ হয়ে যাচ্ছেন ৷ বার বারই সোশ্যাল মিডিয়ায় ফিরে ফিরে আসছে সুশান্তের নানা ভিডিও ৷ সম্প্রতি সুশান্তের একটি ভিডিও ফের ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে একেবারে অন্যরূপে দেখা গেল নায়ককে ৷ ভিডিওটে দেখা গেল খোশমেজাজে নিজের মতো করে গান গাইছেন সুশান্ত ৷ এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, অভিনয়ের পাশাপাশি দারুণ গায়কও ছিলেন সুশান্ত, তারই প্রমাণ পাওয়া গেল !
  Published by:Akash Misra
  First published:

  Tags: Sushant singh Rajput

  পরবর্তী খবর