• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা নিয়ে গভীর সত্যের প্রকাশ মুকেশ ছাবড়ার

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা নিয়ে গভীর সত্যের প্রকাশ মুকেশ ছাবড়ার

মুকেশ ছাবড়া ও সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷

মুকেশ ছাবড়া ও সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷

জানতে পারা গিয়েছে চিত্রনাট্য না পড়েই ছবিতে কাজ করতে সম্মত হয়েছিলেন জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর

 • Share this:

  #মু্ম্বই: সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার মুক্তি ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিসনি হটস্টারে মুক্তি পেতে চলেছে ৷ এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংভি ৷ ছবিটি প্রথমে মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লকডাউন ছিল সেই কারণে ছবিটি মুক্তি পায়নি মে মাসে ৷ সুশান্ত সিং রাজপুতের শেষ ছবিটি দেখার জন্য ভক্তেরা অত্যন্ত উৎসুক হয়ে অপেক্ষা করছেন ৷

  তবে ভক্তরা ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি বড় পর্দায় মুক্তিরও দাবি জানাচ্ছেন ৷ এরই মাঝে পরিচালক মুকেশ ছাবড়া সুশান্ত সিং রাজপুতের শেষ ছবিটি নিয়ে বড়সড় সত্য সামনে নিয়ে এসেছেন ৷ মুকেশ ছাবড়া দাবি করেছেন সুশান্ত সিং রাজপুত চিত্রনাট্য না পড়েই দিল বেচারা ছবির জন্য সম্মতি জানিয়েছিলেন ৷

  মুকেশ ছাবড়া আরও জানিয়েছেন 'সুশান্ত আমাকে অবাক করেছিলেন যখন আমি আমার ছবির পরিচালনার কাজ নিয়ে প্রায় প্রস্তুত ছিলাম সুশান্ত আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেদিন আমি ছবিটির কাজ শুরু করব সুশান্ত সিং রাজপুত সেই ছবিতে কাজ করবেন ৷ সুশান্ত সিং রাজপুত প্রতিশ্রুতি রক্ষা করেছেন ৷ আমি জানতাম যখন প্রথম ছবির কাজ শুরু করব তখন একজন মহান অভিনেতার সঙ্গে সঙ্গে একজন বন্ধুরও প্রয়োজন পড়বে ৷ যে সব সময়েই আমার সঙ্গে থাকবে, অনেক আগেই সুশান্ত আমাকে কথা দিয়েছিলেন আমি যখন ছবির পরিচালনা করব সেই সময়ে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ৷'

  Published by:Arjun Neogi
  First published: