#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে তদন্তে একের পর এক সত্যের উন্মোচন হয়েছে ৷ প্রিয় অভিনেতার প্রয়াণ নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলছে, এরই মাঝে সুশান্তের মা সংক্রান্ত বিষয় প্রকাশ্যে এসেছে ৷ মায়ের সঙ্গে সুশান্তের এক আলাদা ঘনিষ্ঠতা ছিল এই সত্যটি সুশান্তের মৃত্যুর ২৪ ঘণ্টা পরে সবাই জানতে পেরেছে ৷ মা সংক্রান্ত বিভিন্ন বিষয় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন মৃত্যুর আগে ৷
সুশান্তের মৃত্যু হয়েছে মাত্র ৩৪ বছর বয়সে ৷ কিন্তু ২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে একটি দুর্ঘটনায় মাকে হারিয়েছিলেন তিনি ৷ মাতৃ বিয়োগের যন্ত্রণা আস্তে আস্তে ভুলে বলিউডে একটু একটু করে নিজের স্থান পাকা করছিলেন সুশান্ত সিং রাজপুত ৷
মৃত্যুর আগে মাত্র ১১টি ছায়াছবিতে তিনি অভিনয় করেছিলেন ৷ সুশান্তের মৃত্যুকে তাঁর পরিবার-সহ প্রিয়জনেরা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না প্রিয় নেতার প্রয়াণ ৷ তবুও মনের কষ্টে সবাই একটু একটু করে নিয়তিকে মেনে নিতে বাধ্য হয়েছেন ৷ প্রিয় অভিনেতার প্রয়াণের একমাসও অতিক্রান্ত ৷ তার মাঝেই মাকে নিয়ে সুশান্তের জীবনের এক অধ্যায় প্রকাশিত হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput