#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চেয়ে গোটা দেশ উত্তাল। তার মধ্যে আলাদা করে উল্লেখ করতেই হয়, বরুণ ধাওয়ান এবং সুরজ পাঞ্চোলির মতো বেশ কয়েকটি নাম। স্টার কিডদের বিরুদ্ধে ক্ষোভ যে ক্রমশ বাড়ছে, তা দু’টি ঘটনায় স্পষ্ট। বয়কটের জেরে জাহ্নবী কাপুরের ছবি ‘গুঞ্জন সাক্সেনা’ ওটিটি প্ল্যাটফর্মে একেবারেই ছাপ ফেলতে পারেনি। আলিয়া ভাটের ‘সড়ক টু’-এর ট্রেলার ইউটিউবে ডিসলাইক পাওয়ার রেকর্ড গড়েছে। বরুণ ও সুরজও ক্ষোভের বাইরে নন। বিশেষ করে সুরজ। কারণ সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সুরজের সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ। তা ছাড়া জিয়া খানের মৃত্যুর পর থেকেই সুরজ সাধারণ মানুষের খুব একটা ভাল নজরে যে নেই। তা বলা বাহুল্য ৷ সেই সুরজও এখন যোগ দিয়েছেন ‘জাস্টিস ফর সুশান্ত’ ক্যাম্পেনে ৷
View this post on InstagramThe most loved video on the internet #sushantrajputsingh #Warriors4SSR
তবে এসবের মধ্যেই সুশান্তের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে তাঁকে গাইতে দেখা গিয়েছে ‘শ্রীকৃষ্ণ গোবিন্দ...’ ভজনটি ৷ সুশান্তের গলায় গানটি শুনে মুগ্ধে প্রত্যেকেই ৷ ভিডিওটিতে সোশ্যাল মিডিয়ায় লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন সুশান্তের ফ্যানরা ৷ ভিডিওটি শেয়ারও হয়েছে প্রচুর মাত্রায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput