#মুম্বই: গত ১৪ জুন বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছেন ৷ তাঁর মৃত্যুর পরে বহুদূর পর্যন্ত জল গড়িয়েছে ৷ এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সুশান্ত সিং রাজপুতের সম্পত্তির উপরে নিজের অধিকার নিয়ে বক্তব্য পেশ করেছেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং ৷
জানতে পারা গিয়েছে সিএ, আইনজীবী বা আইনি প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত আছেন অর্থাৎ যাঁদের নিয়োগ করেছিলেন তাঁর প্রয়াত সন্তান সেই সমস্ত কাজ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হচ্ছে তাঁদের ঘোষমা সুশান্তের বাবা কেকে সিং-এর ৷ কেননা এখন সিবিআই তদন্ত শুরু করেছে ৷ তাই সমান্তরাল ভাবে অন্য কোনও আইনি প্রক্রিয়া চলা উচিৎ নয় ৷ একই সঙ্গে সুশান্তের বাবা জানিয়েছেন এখন থেকে তার প্রয়াত সন্তানের সম্পত্তির উপরে কোনও কাজ কারবার করার আগে তাঁর থেকে অনুমতি নিতে হবে ৷
অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়াতে সুশান্তের ভাগ্নি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি পরিবারের বাকি সদস্য বন্ধুবান্ধবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কঠিন সময়ে পাশে থাকার জন্য ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput