#মুম্বই: সুশান্তের মৃত্যুটা একেবারেই যেন মেনে নিতে পারছে না দেশের মানুষ ৷ বরং সুশান্তের মৃত্যুকে উদাহরণ বানিয়ে বলিউডের অন্ধকার দিককেই বার বার সামনে তুলে আনছেন নেটিজেনরা ৷ সুশান্ত যেন এখন বিদ্রোহের আরেক নাম ৷
তবে এরই মাঝে সুশান্তের নানা ভিডিও বার বার ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ পুরনো ভিডিও-র হাত ধরে বার বার সামনে আসছে সুশান্তের চরিত্রের নানা দিক ৷
সম্প্রতি এরকমই এক ভিডিও সামনে এল যেখানে সুশান্তের মনের ভিতরের শিশুটি বেরিয়ে পড়ল খেলার ছলে ৷
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হলো, যেখানে দেখা গেল নিজের ভাইপো, ভাইজিদের সঙ্গে বিছানায় লাফাচ্ছেন সুশান্ত ৷ তিনি যেন ভুলেই ছিলেন তাঁর বয়স ৩৪ ৷