corona virus btn
corona virus btn
Loading

Suicide Or Murder ! সামনে এল সুশান্ত সিং রাজপুতের বায়োপিকের পোস্টার

Suicide Or Murder ! সামনে এল সুশান্ত সিং রাজপুতের বায়োপিকের পোস্টার

একের পর এক নাম উঠেছে বড় বড় তারকার ৷ সুশান্তের মৃত্যুর তদন্তে কঠোর হচ্ছে পুলিশি জেরা ৷

  • Share this:

#মুম্বই: দেখতে দেখতে কেটে গিয়েছে একমাস ৷ জুন মাসের ১৪ তারিখ গোটা দেশকে চমকে দিয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ৷ তারপর থেকেই বলিউডের অন্দরে নানা জলঘোলা ৷ সুশান্তের মৃত্যুকে সামনে এনে, প্রকাশ্যে এসে পড়েছে বলিউডের নেপোটিজম বির্তক, অন্ধকার রূপ ৷ একের পর এক নাম উঠেছে বড় বড় তারকার ৷ সুশান্তের মৃত্যুর তদন্তে কঠোর হচ্ছে পুলিশি জেরা ৷

এত কিছুরই মাঝে প্রকাশ্যে এল সুশান্ত সিং রাজপুতের জীবনী নিয়ে তৈরি হতে চলা এক ছবির খবর ৷ যার নাম সুইসাইড অর মার্ডার ! সেই ছবিরই ফার্স্টলুক এবার এল সামনে ৷

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ছবির প্রযোজক বিজয় শেখর জানিয়েছেন, ‘এই ছবিতে কখনই সুশান্তকে ছোট করা বা অপমান করা হবে না ৷ এই ছবির প্রচেষ্টাই হবে, কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি চলে, আর এই ফিল্ম ইন্ডাস্ট্রি এসে কীভাবে নতুন কেউ জায়গা করে নিতে স্ট্রাগল করে ৷ ছবিতে থাকবে নেপোটিজম, মাফিয়ার গল্পও ৷ আপাতত, ছবির ৫০ শতাংশ স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে ৷ খুব শীঘ্রই বাকি কাজ শেষ হবে ৷ ’

View this post on Instagram

A post shared by Sachin Tiwari (@officialtiwarisachin) on

এই ছবিতে সুশান্তের চরিত্রে অভিনয় করছেন সুশান্তের লুক আ লাইক শচীন তিওয়ারি ৷ যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়৷

Published by: Akash Misra
First published: July 20, 2020, 12:49 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर