Home /News /entertainment /
দিদির বিয়েতে হাসি মুখে সুশান্ত, ভাইরাল হল পুরনো ভিডিও

দিদির বিয়েতে হাসি মুখে সুশান্ত, ভাইরাল হল পুরনো ভিডিও

এই তদন্তের সঙ্গে নাম জুড়েছে বলিউডের তাবড় অভিনেতাদের ৷

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভার সিবিআইয়ের কাঁধে পড়ার পর থেকেই রোজই নতুন নতুন তথ্য আসছে সামনে ৷ এই তদন্তের সঙ্গে নাম জুড়েছে বলিউডের তাবড় অভিনেতাদের ৷ সিবিআইয়ের কড়া প্রশ্নের মুখে পড়ছেন সুশান্তের ঘনিষ্ঠরা ৷ এমনকী, সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীও সন্দেহের তালিকায় সবার আগে ৷

  তবে এত কিছুর মধ্যেও সুশান্তের ফ্যানেদের কাছে সুশান্তকে বার বার স্মৃতিতে রাখার প্রচেষ্টা ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ায় ৷ রোজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে সুশান্তের পুরনো নানান ভিডিও ৷ ঠিক যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল দিদির বিয়েতে সুশান্তের ভিডিও৷ যেখানে সেই পুরনো মিষ্টি হাসিতে দেখা গেল সুশান্ত সিং রাজপুতকে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই হইহই করে বাড়তে শুরু করেছে তার লাইক ও শেয়ার ৷ ফ্যানেরা নায়কের উদ্দেশে নানান কমেন্টও লিখছেন ৷
  Published by:Akash Misra
  First published:

  Tags: Sushant singh Rajput

  পরবর্তী খবর