#মুম্বই: সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় অনেকদিন আগেই তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ ৷ এক এক করে যশরাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিক, সঞ্জয় লীলা বনশালি, সুশান্তের পরিজন থেকে শুরু করে বন্ধু বান্ধবদের জেরা করেছে পুলিশ ৷ অভিনেতার মৃত্যু তদন্তে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ ৷ এইবার পুলিশের নজরে সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার রেশমা শেট্টি ৷ তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি ৷
এঁদের মধ্যে অন্যতম সলমন খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট প্রমুখ ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা শুরু হয়েছে, একের পর এক দাবিও উঠেছে ৷ তার ভিত্তিতেই বান্দ্রা পুলিশ রেশমা শেট্টিকে জেরা করেছে বলেই মনে করা হচ্ছে ৷ রেশমা শেট্টি বলিউডের অন্যতম বড় নাম ৷ সেলিব্রিটিদের অভিনয় শিডিউল থেকে শুরু করে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের দিকেও তিনি খেয়াল রাখতেন ৷
২০০৯-২০১০ সালের কাছাকাছি রেশমা শেট্টি সলমন খানের সঙ্গে কাজ করতেন ৷ তারপর থেকেই রেশমার উন্নতি আরও হয়েছে ৷ শোনা যায় সলমন খানের এনজিও সংস্থা বিইং হিউম্যানের যাবতীয় প্রচার পদ্ধতি তিনি করেছেন ৷ বিগবসের মত শোয়ের জন্যও সলমনের সঙ্গে রেশমা কাজ করেছেন ৷ ২০১৮ সাল থেকে সলমনের সঙ্গে আর কাজ করছেন না রেশমা ৷
এরপর থেকেই অক্ষয় কুমারের সঙ্গে কাজ শুরু করেছিলেন তিনি ৷ অক্ষয় কুমার ছাড়াও ক্যাটরিনা, আলিয়ার সঙ্গেও কাজ করেছেন ৷ রেশমা শেট্টিকে পুলিশ প্রায় ৫ ঘণ্টা ধরে জেরা করেছে ৷ সেখানে সলমনের বিষয়গুলিই বেশি ফোকাস ছিল পুলিশের এমনই জানতে পারা গিয়েছে ৷ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় এখনও পর্যন্ত ৩৫ জনকে জেরা করেছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।