হোম /খবর /বিনোদন /
অসুস্থ সুপারস্টার রজনীকান্ত, ভর্তি করা হল হাসপাতালে

অসুস্থ সুপারস্টার রজনীকান্ত, ভর্তি করা হল হাসপাতালে

'ঈশ্বরের সাবধানবাণী'র পর রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা রজনীকান্তের

'ঈশ্বরের সাবধানবাণী'র পর রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা রজনীকান্তের

গত ১০দিন হায়দরাবাদে একটি শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন অভিনেতা৷ সেটের বেশ কয়েকজন করোনা সংক্রমিত হন৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: অসুস্থ সুপারস্টার রজনীকান্ত৷ শুক্রবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ মূলত ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন দক্ষিণী হিরো৷ রক্তচাপ ওঠা নামা করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রজনীকান্ত (Rajnikanth)৷ গত ১০দিন হায়দরাবাদে একটি শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন অভিনেতা৷ সেটের বেশ কয়েকজন করোনা সংক্রমিত হন৷ তারপর ২২ তারিখ করোনা পরীক্ষা করা হয় থালাইভার৷ যদিও তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তবে কোনও ঝুঁকি না নিয়ে রজনীকান্ত আইসোলেশনে থাকতে শুরু করেন৷ কোনও উপসর্গ রয়েছে বা শরীরের কোনও অস্বস্তি হচ্ছে কিনা, সেদিকে নজর দেওয়া হয়৷ যদিও এখনও পর্যন্ত কোনও উপসর্গ তাঁর শরীরে দেখা দেয়নি, তবে তাঁর রক্তচাপ ওঠা-নামা করতে শুরু করে৷ সে কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ রক্তচাপের মাত্রা সঠিক হওয়ার পর এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানিয়েছে হাতপাতাল কর্তৃপক্ষ৷ যদিও রক্তচাপের সমস্যা ছাড়া আর কোনও অসুবিধা নেই অভিনেতার শরীরে৷ থালাইভার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর বিপুল ভক্তকূল৷

Published by:Pooja Basu
First published: