#হায়দরাবাদ: প্রত্যাশা মতোই রজনীকান্তকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল৷ গতকালই ডাক্তাররা জানিয়ে ছিলেন যে, দক্ষিণ ভারতের সুপারস্টার সুস্থ, তিনি ভাল আছেন৷ রজনীকান্তের রিপোর্টে ভয় পাওয়া বা সতর্ক হওয়ার মতো কোনও বিষয় নেই৷ রবিবার দুপুরেই তাঁকে হায়দরাবাদ অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া৷ আগামী একটা সপ্তাহ অভিনেতাকে একদম 'বেডরেস্ট'-এ থাকতে হবে বলেই ডাক্তাররা পরামর্শ দিয়েছেন৷
মূলত উচ্চরক্তচাপ জনিত সমস্যায় রজনীকান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত ২৫ ডিসেম্বর৷ সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি৷ কিন্তু গুরুতর কোনও সমস্যা না-দেখায় 'থালাইভা'কে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন ডাক্তাররা৷ অ্যাপোলোর থেকে এদিন যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে, যে রজনীকান্তের রক্তচাপ এখন স্বাভাবিক৷ তিনি আগের থেকে অনেক ভাল আছেন৷ রজনীকান্তের শারীরিক অবস্থা বিবেচনা করেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল এদিন৷
রজনীকান্তকে এখন ওষুধ এবং ডায়েটের ওপরেই থাকতে হবে৷ আগামী এক সপ্তাহ বিছানায় বিশ্রামের পাশাপাশি নিয়মিত রক্তচাপ মাপাতে হবে৷ ন্যূনতম শারীরিক কার্যকলাপ করতে পারবেন তিনি এবং কোনও ভাবেই মানসিক চাপ নেওয়া যাবে না৷ করোনার কথা মাথায় রেখে রজনীকান্ত এমন কিছুই করতে পারবেন না, যা করোনার ঝুঁকি বাড়িয়ে দেয়৷
হায়দরাবাদে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন রজনীকান্ত৷ সেখান থেকেই শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ রজনীর সুস্থতার প্রার্থনা করে অনেক অভিনেতাই টুইট করেছিলেন৷ রজনীর এই খবরে তাঁরাও স্বস্তি পেলেন৷ এখন দেখার ফের কবে থেকে দক্ষিণের সুপারস্টার শ্যুটিং শুরু করতে পারেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajinikanth