Home /News /entertainment /
ট্যুইটারে সোনু সুদকে বিয়ের নিমন্ত্রণ নেহার, বিহারে বিয়েবাড়িতে যাচ্ছেন স্বপ্নের নায়ক

ট্যুইটারে সোনু সুদকে বিয়ের নিমন্ত্রণ নেহার, বিহারে বিয়েবাড়িতে যাচ্ছেন স্বপ্নের নায়ক

নেহা ও সোনু নিগম ৷ ফাইল ছবি ৷

নেহা ও সোনু নিগম ৷ ফাইল ছবি ৷

নেহার স্বপ্ন যেন সফল হতে চলেছে

 • Share this:

  #আরা: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ ৷ এবারও তিনি খবরের শিরোনামে ৷ ট্যুইটারে নেহার বিয়ের নিমন্ত্রণ স্বীকার করে যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি ৷ নেহা বিহারের ভোজপুর জেলার নবাদার বাসিন্দা ৷

  নেহা তাঁর বিয়ের কার্ড সোনু সুদকে ট্যুইট করে নিমন্ত্রণ করেছেন ৷ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে সোনু সুদ উত্তরও দিয়েছেন ৷ নেহার নিমন্ত্রণ পাওয়ার পরে সোনু সুদ ট্যুইটের উত্তর দিয়েছেন চলো এবার বিহারের বিয়ে দেখি ৷ উত্তরে নেহা জানিয়েছেন আপনার জন্য অধীর আগ্রহে রইলাম ৷ অভিনেতা সোনু সুদকে নিমন্ত্রণ করার জন্য কার্ডে লিখেছেন 'আপনি বিয়ে বাড়িতে এলে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী বলে নিজেকে মনে করব, আপনার জন্য অপেক্ষায় রইলাম ৷' নেহা গত পয়লা সেপ্টেম্বর সোনু সুদকে ট্যুইট করে জানিয়েছিলেন দিল্লি এইমসের থেকে যে দিন পাওয়া গিয়েছে লকডাউনের কারণে যেতে পারেননি ৷

  এইমসের থেকে অস্ত্রোপচারের নতুন দিন পাওয়া গেলে ভাল হয়, এই উপকার তিনি কখনই ভুলবেন না ৷ ৫ সেপ্টেম্বর সোনু সুদ উত্তর দিয়ে জানিয়েছেন নেহার বোন তাঁরও বোন তাই তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে ৷ এই সমস্ত দায়িত্ব সোনুরই ৷ সোনু সুদের আর্জিতে ঋষিকেশের এইমসে পেটের ব্যাথার সফল অস্ত্রোপচার হয়েছে ৷ এরপরে ট্যুইটারে এক ভিডিও প্রকাশ করে নেহা সোনুকে ধন্যবাদ জানিয়েছেন ৷ নেহার বিয়ে ডিসেম্বরে ১১ ডিসেম্বর ২০২০  ৷ বাড়ির বড় মেয়ে নেহার বিয়ে ঠিক হয়েছে বৈভবের সঙ্গে, বৈভব ব্যাঙ্ক অফ বরোদায় পিও পদে কর্মরত ৷

  বৈভবের পুরো পরিবার চণ্ডীগড়ের বাসিন্দা ৷ নেহার বাবা উমাশঙ্কর একটি কলেজে কেরানির পদে কর্মরত ৷ নেহা দুই বোন ও এক ভাইয়ের থেকে বড় ৷ নেহা পেশায় একজন স্কুল শিক্ষিকা ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Sonu Sood

  পরবর্তী খবর