Super 30 Review: হাল না ছাড়ার গল্পে ‘সুপার’ হৃতিক

Super 30 Review: হাল না ছাড়ার গল্পে ‘সুপার’ হৃতিক

 • Share this:

  #কলকাতা: হাল ছেড়ো না বন্ধু... আড়াই ঘণ্টা পর ঠিক এই লাইনগুলোই মনে পড়তে বাধ্য ৷ কারণ, বিকাশ বহেলের নতুন সুপার থার্টির আগোগোড়াই অনুপ্রেরণার ছবি, আগাগোড়া স্বপ্নপূরণ ও স্বপ্ন জিতে নেওয়ার ছবি ৷ ভাবছেন এরকম গল্প নিয়ে ছবি তো অনেক হয়েছে বলিউডে, সুপার থার্টি এর থেকে আলাদা কোথায়?

  সুপার থার্টি দেখতে বসে এটা মনে আসতে বাধ্য ৷ কিন্তু বলিউডের অন্যান্য ছবির থেকে এই ছবি আলাদা ন্যারেটিভের দিক থেকেই ৷ বিকাশ বহেল এই ছবিতে গল্প বলার কায়দাতেই নতুনত্ব এনেছেন ৷ আর সেদিক থেকেই এগিয়ে সুপার থার্টি ৷ তবে এখানে বলে রাখা ভালো ছবির প্রথমভাগেই এই নতুনত্ব থাকে, দ্বিতীয়ভাগে ছবির মধ্যে ঢুকে পড়ে বলিউডি মশালা ৷ এই সব কিছুই এড়িয়ে যাওয়া যায়, শুধুমাত্র হৃতিক রোশনের অভিনয় দেখে ৷

  হ্যাঁ, সুপার থার্টির সুপার প্রোডাক্টিই হলেন হৃতিক রোশান ৷ রিয়েল গণিতবিদ আনন্দ কুমারকে একেবারে যেন গুলিয়ে খেয়ে ফেলেছিলেন হৃতিক আর তাই তো বলিউডের ‘গ্রিক গড’ হয়েও একটিবারও সাধারণ লুকের আনন্দ কুমার হিসেবে তাঁকে দেখতে অসুবিধা হয় না ৷ চলনে, বলনে, একেবারে তিনি যেন পটনার সেই গণিতবিদ ৷


  তবে ‘সুপার থার্টি’ শুধুই গণিতবিদের বায়োপিক নয়, এর নেপথ্যে দেশের শিক্ষা ব্যবস্থা ও তা নিয়ে ব্যবসাকেও এক হাত নিয়েছেন পরিচালক বিকাশ বহেল ৷ আর সেদিক থেকেই এই ছবি অনেকটা বেশি সাম্প্রতিক ও প্রাসঙ্গিক ৷ ছবির গল্পটা বলতে, আনন্দ কুমার নামের এক গণিতবিদ সব ধরণের টাকার প্রলোভন, ব্যবসাকে দূরে সরিয়ে আদর্শের পথে হেঁটে যাওয়া ৷ আর তা করতে গিয়ে যে চড়াই-উতরাই তাই এই ছবির মূল ৷

  দুর্নীতিপরায়ণ নেতা হিসেবে পঙ্কজ ত্রিপাঠী অবশ্য অনবদ্য! অন্যদিকে নতুন নায়িকা ম্রুণাল ঠাকুর বেশ ভালো ৷ তবে এই ছবি একাই টেনে নিয়ে গিয়েছেন হৃতিক রোশন ৷ ২০১৭-এর ‘কাবিল’ ছবির পর এটাই হৃতিকের নতুন রিলিজ ৷ এতদিনের বিরতির পর হৃতিকের কামব্যাকের ম্যাজিক কিন্তু এই ছবির শুরু থেকে শেষ ৷ নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করেছেন হৃতিক৷ এই ছবির দুর্বলও দিকও রয়েছে ৷ এরকম ধরণের গল্পে অহেতুক আইটেম ডান্স না রাখলেও চলত ৷ এডিট করে একটু ছবির দৈর্ঘ্য কমানো যেতে পারত ৷ তবে এসব বাদ দিলে সুপার থার্টি অবশ্যই দেখা উচিত ৷ অন্তত হৃতিকের জন্য ৷

  First published: