• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বয়ফ্রেন্ডের সঙ্গে প্রথম চুমু স্মরণীয় কারণ, দেখে ফেলেছিলেন বাবা, স্মৃতিচারণা সানি লিওনের

বয়ফ্রেন্ডের সঙ্গে প্রথম চুমু স্মরণীয় কারণ, দেখে ফেলেছিলেন বাবা, স্মৃতিচারণা সানি লিওনের

Photo Collected

Photo Collected

 • Share this:

  #মুম্বই: তার জীবন তো খোলা খাতা৷ সবকিছুই সবাই জেনে গিয়েছে তার গল্প নিয়ে ওয়েব সিরিজের পর৷ তবুও কিছু ঘটনা অজানা থেকে গিয়েছে৷ যা জানিয়ে দিলেন সানি লিওন নিজেই৷ পর্নোগ্রাফি দিয়ে প্রথম কাজ শুরু করেছিলেন সানি৷ পর্নস্টার হিসেবে বিশ্বজোরা খ্যাতি তার৷ সানি এবার জানালেন তার প্রথম চুমুর কথা৷ আর সেটা কাজের সূত্রে নয়৷ প্রেমিককেই৷

  একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে সানি বলেছেন যে তিনি প্রথম চুমু খান স্কুলে পড়ার সময়৷ আর সেই চুমুই দেখে ফেলেছিলেন তার বাবা! তৎকালীন প্রেমিকের সঙ্গে চুমু খাওয়ার সময় হাতেনাতে তাকে ধরেছিলেন বাবা, জানিয়েছেন সানি৷ তারপর পরিবারের সামনে বকাঝকা দেন তাকে৷

  আরও পড়ুন একসঙ্গে বউ ও শ্যালিকাকে অন্তরঙ্গ ভাবে জড়িয়ে ধরলেন রণবীর, ছবি ভাইরাল

  তিনি আরও জানিয়েছেন যে প্রথমবার পর্নোগ্রাফি দেখে তার খুবই খারাপ লেগেছিল৷ কখনও ভাবেননি, তিনি এই ইন্ডাস্ট্রিতে আসবেন৷ তবে ভাগ্য তার জন্য কিছু অন্যই লিখে রেখেছিল৷ তবে পরবর্তীকালে তিনি বলিউডে যোগদান করেন৷

  First published: