Home /News /entertainment /
শ্যুটিংয়ের মাঝে পেটে ব্যথা ! হাসপাতালে ভর্তি হলেন সানি লিয়ন

শ্যুটিংয়ের মাঝে পেটে ব্যথা ! হাসপাতালে ভর্তি হলেন সানি লিয়ন

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

হাসপাতালে ভর্তি হলেন সানি লিয়ন ৷ বৃহস্পতিবার উত্তরখন্ডের উধম সিং নগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সানিকে ৷ জানা গিয়েছে, পাকস্থলিতে সংক্রমণের কারণেই পেটে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন সানি ৷

 • Share this:

  #মুম্বই: হাসপাতালে ভর্তি হলেন সানি লিয়ন ৷ বৃহস্পতিবার উত্তরখন্ডের উধম সিং নগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সানিকে ৷ জানা গিয়েছে, পাকস্থলিতে সংক্রমণের কারণেই পেটে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন সানি ৷ আর সেই কারণেই সানিকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে ৷

  তবে এক রাত্রি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, শুক্রবার সকালেই ডাক্তার জানিয়েছেন, সানি এখন সুস্থ রয়েছেন ৷ তবে ডাক্তারের কথায়, অন্তত এক সপ্তাহ বিশ্রামের দরকার সানির ৷

  সানি ব্যস্ত রয়েছেন গেম শো স্প্লিটভিলার শ্যুটিংয়ে ৷ এই গেম শোয়ের শ্যুটিং চলাকালীন সময়েই হঠাৎই পেটে ব্যথা অনুভব করেন সানি ৷ দ্রুত তাঁকে নিয়ে যাওয়া স্থানীয় বেসরকারি হাসপাতালে ৷

  আরও পড়ুন 

  রণবীরকে ‘সঞ্জু’র জন্য নিতেই চাননি প্রযোজক, পছন্দ ছিল অন্য কেউ !

  First published:

  Tags: Bollywood, Sunny Leone

  পরবর্তী খবর