corona virus btn
corona virus btn
Loading

Viral: জলে ভাসছে কালো আঙুর, পোশাক ছাড়াই বাথটবে নামলেন সানি লিওন

Viral: জলে ভাসছে কালো আঙুর, পোশাক ছাড়াই বাথটবে নামলেন সানি লিওন

ভাইরাল হওয়াটা একেবারেই নতুন নয় সানি লিওনের কাছে ৷ ক্যামেরার সামনে দাঁড়ালেই এক মিনিটেই একেবারে সবার হৃদয় কেড়ে নেন সানি !

  • Share this:

#মুম্বই: ভাইরাল হওয়াটা একেবারেই নতুন নয় সানি লিওনের কাছে ৷ ক্যামেরার সামনে দাঁড়ালেই এক মিনিটেই একেবারে সবার হৃদয় কেড়ে নেন সানি ! এই যেমন কিছুদিন আগে বন্দুকের গুলিতে আহত হওয়ার এক ভিডিও শ্যুটের ভিডিও দিয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছিলেন সানি ৷

তবে শুধু এই ভিডিওই নয় ৷ অল্প পোশাকে যখনই ইনস্টাগ্রামে ছবি আপলোড করেন সানি, তখনই একেবারে শেয়ারের ঝড়, অসংখ্য লাইক ৷

এবার সানি যা করলেন, তা দেখে কিন্তু অনেকের চোখই কপালে উঠেছে ৷ সবাই তো প্রায় হাঁ করে দেখেই চলেছেন সেই ভিডিও ৷

তা কী রয়েছে সানির ভিডিওতে?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন সানি লিওন ৷ যেখানে দেখা গিয়েছে, বাথটবের জলে ভর্তি কালো আঙুর ৷ আর সেই আঙুর ভর্তি বাথটবেই ডুব দিয়েছেন সানি ৷ আর শুধু ডুবই নয় ! হাতে দুটো আঙুর নিয়ে ক্যামেরার সামনে টিপেও দিলেন তিনি ! ভিডিওটি আপলোড হওয়া মাত্রই ভাইরাল !

দেখুন সানির সেই ভিডিও---

View this post on Instagram

So many crazy captions come to mind ... #SunnyLeone #LifeonSets

A post shared by Sunny Leone (@sunnyleone) on

First published: November 21, 2019, 6:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर