হোম /খবর /বিনোদন /
‘পুরুষের নয়, আমি মহিলার শরীর ভালবাসি’, ড্যানিয়েলকে কেন এমন বলেছিলেন সানি

‘পুরুষের নয়, আমি মহিলার শরীর ভালবাসি’, স্বামী ড্যানিয়েলকে কেন এমন বলেছিলেন সানি?

ঠিক কী পরিস্থিতিতে স্বামী ড্যানিয়েলের সঙ্গে তাঁর দেখা হয়, তারপর প্রেম ও বিয়ে ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনা মোকাবিলায় সেলেব থেকে সাধারণ সবাই এখন ঘরবন্দি৷ ঘরবন্দি হয়েই নানা কাজে মেতে উঠছেন তারকারা ৷ নিজের হাতে ঘরের কাজ সারছেন, নিজেই করছেন রান্না ৷ সে সব ভিডিও, ছবি আপলোডও করছেন রোজ ৷ তবে সানি লিয়ন এবার লকডাউনে আটকে পরে শুনিয়ে ফেললেন তাঁর প্রেম কাহিনি !একটি ইংরেজি ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে সানি লিয়ন জানালেন,ঠিক কী পরিস্থিতিতে স্বামী ড্যানিয়েলের সঙ্গে তাঁর দেখা হয়, তারপর প্রেম ও বিয়ে ৷সাক্ষাৎকারে সানি জানান, ‘এক বন্ধুর মাধ্যমে ড্যানিয়েলের সঙ্গে আমার দেখা৷ একটা পার্টিতে আমরা মুখোমুখি হই ৷ আমি, আমার এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে ছিলাম ৷ ড্যানিয়েল সামনে আসে ৷ ওর চোখের মধ্যে আমি দুষ্টুমি দেখতে পেয়েছিলাম ৷ হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান আসে ৷ ড্যানিয়েল সামনে আসার আগেই পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীর হাত আমি শক্ত করে ধরে নিই ৷ ড্যানিয়েল ভাবতে শুরু করে আমি লেজবিয়ান ৷ এমনকী, মস্করা করে আমি ড্যানিয়েলকে বলেছিলাম ৷ আমার পুরুষ নয়, মেয়েদের শরীর ভালো লাগে ! প্রথমটায় ড্যানিয়েল বিশ্বাস করেছিল আমার কথায়, পরে অবশ্য আমিই নিজেই ভুল ভেঙে দিই ৷ এভাবেই আলাপ, তারপর ফোন, ইমেলে কথা, একদিন হঠাৎ ড্যানিয়েল আমাকে বিয়ের কথা বলে ৷ আর আমি রাজি হয়ে যাই !’

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Love Story, Sunny Leone, Sunny leone Movie, Sunny leone pictures