• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জলপরী সেজে আগুন ধরালেন সানি, ভিডিও ভাইরাল

জলপরী সেজে আগুন ধরালেন সানি, ভিডিও ভাইরাল

 • Share this:

  #মুম্বই: সানি মানেই আগুন ৷ সানি মানেই উত্তেজনার পারদ ৷ পুরুষের হৃদয়ে ঝড় তুলতে সানি একেবারে এক্সপার্ট ৷ আর সেটা আবার ফের প্রমাণ করলেন সানি লিয়ন ৷

  ‘সোনু কী টিটু কী সুইটি’ ছবির পর অভিনেতা সানি সিং বেশ জনপ্রিয় ৷ সেই সানি সিং ফের অভিনয় করছেন নতুন ছবি ‘ঝুটা কহি কা’তে ৷ আর এই ছবিতেই এক গানে দেখা যাবে সানি লিয়নকে ৷ যেখানে সানি সেজেছেন এক মৎসকন্যা !

  গানটি গেয়েছেন হানি সিং ৷ এর আগে হানি সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ‘চার বোতল ভদকা’তে দেখা গিয়েছিল সানি লিয়নকে ৷

  সম্প্রতি মুক্তি পেয়েছে এই গানের টিজার ৷ ইতিমধ্যেই এই টিজার ইন্টারনেটে ভাইরাল ৷

  দেখুন সেই ভিডিও---

  First published: