corona virus btn
corona virus btn
Loading

জয়জয়কার সানির, কুয়েতে বিক্রি হওয়া মহিলাকে বাড়ি ফেরালেন সাংসদ

জয়জয়কার সানির, কুয়েতে বিক্রি হওয়া মহিলাকে বাড়ি ফেরালেন সাংসদ

গদরের ছায়া সাংসদ সানির কাজে

  • Share this:

#গুরদাসপুর: বলিউডের অন্যতম হিট স্টার সানি দেওল তিনি বর্তমানে পঞ্জাবের গুরদাসপুর থেকে নির্বাচিত সাংসদ হয়েছেন বিজেপির টিকিটে ৷ ফের খবরের শিরোনামে এসেছেন ৷ ৪৫ বছরের এক মহিলা বীনা বেদীকে চাকরির নাম করে কুয়েতে নিয়ে গিয়েছিলেন এক এজেন্ট কুয়েতে ৷

photo-67

তাঁকে কুয়েতে নিয়ে গিয়ে চাকরি তো দেয়নি দুষ্কৃতীরা বরং বিক্রি করে দিয়েছে বীনাকে ৷ কুয়েতে তাঁকে হাউজ কিপিং-এর কাজ দেওয়া হবে বলেই নিয়ে যাওয়া হয়েছে ৷ মাসিক বেতন ভারতীয় টাকায় ৩০,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল ৷ তবে কুয়েতে নিয়ে গিয়ে বীনাকে মারধর করা হত, রাখা হত আটকে ৷

ফের দুর্দান্ত খবর ! গোটা দেশে পেট্রোল-ডিজেলের দামে অতিভারী পতন

মেয়ের এই অবস্থার কথা অসহায় বাবা জানিয়েছিলেন সাংসদ সানি দেওলকে ৷ এরপরে কানাডা ও কুয়েতের জেলা প্রশাসনের সাহায্যে ও এনজিওর সাহায্যে বাড়ি ফিরিয়েছেন ৷

সাংসদের এই কাজে গুরদাসপুরের সবাই অত্যন্ত খুশি হয়েছেন ৷ ছেলের এই কাজে গর্বিত হয়েছে বাবা ধর্মেন্দ্র ৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্য নবাগত সাংসদকে ৷

First published: July 30, 2019, 9:41 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर