হোম /খবর /বিনোদন /
লাল ডিপনেক পোশাকে শরীরী হিল্লোল, সুমনা চক্রবর্তী ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

লাল ডিপনেক পোশাকে শরীরী হিল্লোল, সুমনা চক্রবর্তী ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

সুমনা চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

সুমনা চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

ফের একবার খবরের শিরোনামে সুমনা চক্রবর্তী

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: টেলিভিশনের সুপারহিট শো দ্য কপিল শর্মা শোয়ের অন্যতম আকর্ষণ সুমনা চক্রবর্তী এমনিতেই সোস্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ প্রায় সব সময়েই সুমনার প্রতিটি পোস্ট ভাইরাল হয়ে থাকে ৷ মিষ্টি ছবি থেকে বোল্ড অবতারের জন্যই সব থেকে বেশি চর্চায় থাকেন সুমনা ৷ এইবারে সুমনার অত্যন্ত বোল্ড ছবিতে সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছেন তিনি ৷

লাল ডিপনেক পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷ তাঁর দারুণ আন্দাজ বিশেষত তাঁর ট্যাটু প্ল্যান্ট করতে দেখা গিয়েছে ৷ লাল পোশাকে সুমনা দুর্দান্ত ও দুরন্ত লাগছে ৷ তাঁর প্রতিটি চবি সোস্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷ এই ছবিতে সুমনা একটি গাছের ডালে বসে আছেন ৷ যদিও ছবিটি একটু পুরনো তবুও ছবিটি পছন্দ করেছে বহু মানুষ ৷ সুমনার ছবিতে বহু মানুষ নানান ভাবে প্রশংসা করেছেন কেউ সুমনা সৌন্দর্যের প্রশংসা করেছেন তো কেউ প্রশংসা করেছেন তাঁর চোখের ৷

নানান ভাবে সুমনার নানান অবতারের প্রশংসা করেছেন সবাই ৷ সেই ছবিই বারেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক নজরে দেখে নিন ৷

Published by:Arjun Neogi
First published: