মুম্বই : দেহ ব্যবসা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারী৷ মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে তাঁর বিরুদ্ধে অন্য মহিলাদের জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠেছে৷ এই চক্রের শিকার তিন তরুণীকে উদ্ধারও করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা৷
পুলিশের তরফে জানানো হয়েছে ২৪ বছর বয়সি সুমনের বিরুদ্ধে অভিযোগ তিনি নবাগতা মডেলদের যৌনকর্মীর পেশায় টেনে আনেন তাঁদের ইচ্ছের বিরুদ্ধে৷ এই ঘটনায় পরবর্তী ধাপের তদন্ত চলছে বলে জানানো হয়েছে৷
শুক্রবার রয়্যাল পাম হোটেল এবং অ্যারে কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ৷ তার পর পুরো যৌনব্যবসার চক্র পুলিশের কাছে ধরা পড়ে৷ অভিযুক্ত অভিনেত্রীকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে৷ এই চক্রে জড়িতে অন্যান্যদের খোঁজে চলছে অনুসন্ধান ও তল্লাশি৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিনেত্রী সুমন টার্গেট করতেন মুম্বইয়ে কেরিয়ার তৈরির লক্ষ্যে আসা তরুণীদের৷ অভিযোগ, এর পর কাজ পাইয়ে দেওয়ার অছিলায় তাঁদের জোর করে দেহ ব্যবসায় নামানো হত৷
‘লায়লা মজনু’-সহ একাধিক ভোজপুরী ছবিতে অভিনয় করেছেন সুমন কুমারী৷ অভিযোগ, দেহব্যবসা চক্রে তাঁর ভূমিকা ছিল দালালের৷ বড় পর্দার পাশাপাশি তিনি জনপ্রিয় টেলিভিশনেও৷ ভোজপুরী কমেডি শো ‘বাপ নম্বরি, বেটা দশ নম্বরি’ কমেডি শো-এ ছিলেন তিনি৷ এছাড়াও তিনি কাজ করেছেন বুম ওটিটি চ্যানেলেও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।