• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • এবার জুটিতে সিলভাস্টার স্ট্যালোন-সলমন খান !

এবার জুটিতে সিলভাস্টার স্ট্যালোন-সলমন খান !

 ‘সুলতান’ বক্স অফিসে জবরদস্ত হিট ৷ ৫০০ কোটির ক্লাবে সোজা এন্ট্রি ৷

‘সুলতান’ বক্স অফিসে জবরদস্ত হিট ৷ ৫০০ কোটির ক্লাবে সোজা এন্ট্রি ৷

‘সুলতান’ বক্স অফিসে জবরদস্ত হিট ৷ ৫০০ কোটির ক্লাবে সোজা এন্ট্রি ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: ‘সুলতান’ বক্স অফিসে জবরদস্ত হিট ৷ ৫০০ কোটির ক্লাবে সোজা এন্ট্রি ৷ কিন্তু তা বলে ছবির পরিচালক আলি আব্বাস জফর মোটেই বসে নেই ৷ ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছেন তাঁর পরবর্তী ছবির স্ক্রিপ্ট লেখা ৷ আর বলিউড গুঞ্জন অনুযায়ী, আলি আব্বাস জাফরের নতুন ছবিতে ফের দেখা যাবে ‘সুলতান’ সলমন খানকে ৷ তবে এই খবরে রয়েছে আরও চমক ৷ এবার শুধু বলিউডের সুলতান নয়, আলি আব্বাস তাঁর ছবিতে আনতে চলেছেন হলিউডের সুলতানকেও !

  গুঞ্জন শুরু হয় আলি আব্বাস জাফরেরে একটা পোস্টকে ঘিরেই ৷ আলি লিখছেন, ‘দারুণ অভিজ্ঞতা হল সিলভাস্টার স্ট্যালোনের সঙ্গে ৷ আর একটা নতুন কথাও এগিয়েছে তার সঙ্গে!’ এই পোস্ট দেখার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং জুড়ে তুমুল উত্তেজনা ৷ তাহলে কী আব্বাসের পরের ছবিতে সলমন ও স্ট্যালোন !

  এই ব্যাপারে অবশ্য আপাতত কিছুই বলতে চাননি আলি আব্বাস জাফর ৷ তবে গুঞ্জনে এসেছে আরও অনেক খবর ৷ আব্বাসের নতুন ছবিতে নাকি সলমন ও স্ট্যালোন একাধারে দুই হিরো ৷ শুধু তাই নয়, গোটা ছবিতে নাকি কোনও নায়িকা থাকবে না ৷ দুই হিরোই কামাল দেখাবে বড়পর্দায় ৷ আর সলমন-স্ট্যালোন যখন থাকবে ছবিতে তখন সেই ছবি যে অ্যাকশন ড্রামা, তা আর নতুন করে বলার আগে ৷

  তবে আপাতত, সলমন ব্যস্ত রয়েছেন কবীর খানের ‘টিউবলাইট’ ছবি নিয়ে ৷ ছবিটি মুক্তি পেতে পারে ২০১৭ সালের ইদে !

  First published: