Home /News /entertainment /

Subhashree Ganguly : সরষে বালিশ থেকে ঘুমন্ত শিশু ফেসবুকে, ছেলের ছবিতে ট্রোলিং উড়িয়ে শুভশ্রীর শুভেচ্ছা তাঁর ‘জান’-কে

Subhashree Ganguly : সরষে বালিশ থেকে ঘুমন্ত শিশু ফেসবুকে, ছেলের ছবিতে ট্রোলিং উড়িয়ে শুভশ্রীর শুভেচ্ছা তাঁর ‘জান’-কে

শুভশ্রী গাঙ্গুলি ও ঘুমন্ত ইউভান, ছবি-ফেসবুক

শুভশ্রী গাঙ্গুলি ও ঘুমন্ত ইউভান, ছবি-ফেসবুক

ফেসবুকে ইউভানের ছবি দিয়ে রীতিমতো তিরস্কৃত শুভশ্রী (Subhashree Ganguly) ৷

 • Share this:

  কলকাতা :  এইটুকু বাচ্চার জন্য এত বড় বালিশ! ফেসবুকে ইউভানের ছবি দিয়ে রীতিমতো তিরস্কৃত শুভশ্রী (Subhashree Ganguly) ৷ নেটিজেনরা তাঁকে জিজ্ঞাসা করেছেন তিনি ছেলেকে সরষের বালিশ দেননি কেন? বাঙালি বাড়িতে যে শিশুদের সরষের বালিশে শোওয়ানো হয়, সে কথাও নায়িকাকে মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা ৷

  শুভশ্রী ছবিটি দিয়েছিলেন সোমবার রাতে ৷ ঘুমন্ত ইউভানের ছবি শেয়ার করে নেটিজেনদের শুভরাত্রি জানিয়েছিলেন ৷ তার পরই নেটিজেনদের নিশানায় রাজ ঘরণি ৷ অধিকাংশ নেটিজেন, তাঁদের প্রায় সকলেই মহিলা, শুভশ্রীকে জিজ্ঞাসা করেছেন, তিনি ঘুমন্ত শিশুর ছবি কেন দিয়েছেন? সাবধান করে বলেছেন, প্রচলিত রীতি হল, ঘুমন্ত শিশুর ছবি তুলতে হয় না ৷ সামাজিক মাধ্যমে তা শেয়ার করতেও নিষেধ করা হয়েছে শুভশ্রীকে ৷ কোন কোনও নেটিজেন তো বলেছেন, শুধু শিশু নয় ৷ ঘুমন্ত কারওরই ছবি তোলা শোভনীয় নয় ৷

  ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট ইউভান ঘুমোচ্ছে ৷ পাশে কোলবালিশ ৷ গায়ে হাল্কা লেপের পরশ ৷ ছবিটি ঘিরে নেটিজেনদের ভাললাগা ও ভালবাসার প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ৯৬ হাজার ৷ অসংখ্য মন্তব্যের পাশাপাশি শেয়ারও করা হয়েছে ১৮৫ বারের বেশি ৷

  শুভশ্রী কোনও ছবি দিলেই ভেসে আসে বিভিন্ন ধরনের মন্তব্য ৷ তিনি কোনদিনই তাতে প্রভাবিত হননি ৷ ইউভানের ছবি ঘিরে নেটিজেনদের মন্তব্যেও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি ৷

  বৃহস্পতিবার শুভশ্রী ছবি শেয়ার করেছেন পোষ্যর সঙ্গে ৷ পোষ্য সারমেয়র নামকরণ করেছেন বিখ্যাত আইসক্রিমের নামে, ‘জেলাটো’ ৷ এদিন জেলাটোর জন্মদিন ৷ পোষ্যকে কোলে নিয়ে ছবি তুলেছেন নায়িকা ৷ ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আদরের সারমেয়, তাঁর ‘জান’ জেলাটোকে ৷

  পোষ্যর সঙ্গে প্রিয় নায়িকার ছবি দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তবে এই ছবিতেও তাঁকে ট্রোলিং করা হয়েছে ৷ কটূক্তি করা হয়েছে চেহারা নিয়ে ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Subhashree Ganguly

  পরবর্তী খবর