#মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) সারা পৃথিবীতে রোমান্সের কিং নামেই পরিচিত ৷ স্ক্রী গৌরির সঙ্গে শাহরুখের (Sharukh Khan) রোমান্স নিয়ে অনেকেই অনেক সময়েই চর্চা করেছেন অনেকেই আবার পছন্দ করেন এই স্বপ্নের জুটির প্রতিটি মুহূর্তই ৷ গৌরি (Gauri Khan) ও শাহরুখ খান একে অপরের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ নজর রাখেন বা খেয়াল রাখেন ৷ শাহরুখ খানের (Shah Rukh Khan) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সুহানা (Suhana Khan) মা গৌরিকে (Gauri Khan) নকল করছেন ৷
আরও পড়ুন: Malavika Mohanan : মালবিকার রোমান হলিডে! অভিনেত্রীর ভ্রমণের ছবি চোখে শান্তি আনবে
সুহানার (Suhana Khan) মাকে নকল করার বিভিন্ন দেখে এটা বুঝতে পারা যাচ্ছে গৌরি বাড়িতে একটা অনুশাসন সব সময়েই বজায় রাখেন ৷ শাহরুখ খানের খাওয়া দাওয়া থেকে শুরু করে ছোট ছোট বিষয়ে বিশেষ নজর রাখেন গৌরি খান (Gauri Khan) ৷ ভিডিওতে গৌরির (Gauri Khan) নকল করতে করতে সুহানা দেখিয়েছেন কীভাবে গৌরি শাহরুখের উপর চিৎকার করেন ৷
এই ভিডিও অনেক পুরনো তখন সুহানা অত্যন্ত ছোট ছিলেন ৷ ভিডিও দেখে মনে হচ্ছে সেই সময় সুহানার বয়স ৬-৭ বছর ৷ ওই ভিডিওতে বাবা শাহরুখকেও দেখতে পাওয়া গিয়েছিল ৷
আরও পড়ুন: Gantchhora: আম্পায়ার সোলাঙ্কি, চিয়ারলিডার শ্রীমা! গাঁটছড়ার সেট বদলে গেল বাইশ গজে, ভাইরাল ভিডিও
ছোটবেলায় সুহানাকে অত্যন্ত কিউট দেখতে ছিল ৷ বাবার অফিসে দেখতে পাওয়া গিয়েছে সুহানাকে ৷ বাবার সঙ্গে প্রতিটি মুহূর্ত অত্যন্ত রূপে সুহানা উপভোগ করছিলেন ৷ সেখানেই মা নকল করছিলেন সুহানা ৷ ২০০০ সালে সুহানা খানের জন্ম হয় যার অর্থ এই মুহূর্তে সুহানার (Suhana Khan) বয়স ২২ বছর ৷ এই মুহূর্তে শাহরুখের চোখের মণি সুহানা সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ কোনও ছবি বা ভিডিও শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয় ৷
বিভিন্ন সময়েই বলিউডে পা রাখার ব্যাপারে খবর এলেও জানতে পারা গিয়েছে সুহানা বিদেশে লেখাপড়া নিয়েই বর্তমানে ব্যস্ত ৷ সুহানার (Suhana Khan) প্রিয় বান্ধবী অনন্যা পান্ডে ইতিমধ্যেই বলিউড জগতে পা রেখেছেন ৷ তাই এখন সবারই অপেক্ষা কবে কিং খানের মেয়ে বাবার পথ অনুসরণ করে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gauri Khan, Shahrukh Khan, Suhana Khan