Home /News /entertainment /
SRK Suhana Khan Video: শাহরুখের উপরে স্ত্রী গৌরি বাড়িতে কীভাবে চিৎকার করেন? সুহানার পর্দাফাঁস, পুরনো ভিডিও সুপার ভাইরাল

SRK Suhana Khan Video: শাহরুখের উপরে স্ত্রী গৌরি বাড়িতে কীভাবে চিৎকার করেন? সুহানার পর্দাফাঁস, পুরনো ভিডিও সুপার ভাইরাল

শাহরুখ খান, গৌরি খান, সুহানা খান ৷ ফাইল ছবি ৷

শাহরুখ খান, গৌরি খান, সুহানা খান ৷ ফাইল ছবি ৷

SRK Suhana Khan Video: বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খানের পুরনো ভিডিও জোরদার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

 • Share this:

  #মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) সারা পৃথিবীতে রোমান্সের কিং নামেই পরিচিত ৷ স্ক্রী গৌরির সঙ্গে শাহরুখের (Sharukh Khan) রোমান্স নিয়ে অনেকেই অনেক সময়েই চর্চা করেছেন অনেকেই আবার পছন্দ করেন এই স্বপ্নের জুটির প্রতিটি মুহূর্তই ৷ গৌরি (Gauri Khan) ও শাহরুখ খান একে অপরের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ নজর রাখেন বা খেয়াল রাখেন ৷ শাহরুখ খানের (Shah Rukh Khan) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সুহানা (Suhana Khan) মা গৌরিকে (Gauri Khan) নকল করছেন ৷

  আরও পড়ুন:  Malavika Mohanan : মালবিকার রোমান হলিডে! অভিনেত্রীর ভ্রমণের ছবি চোখে শান্তি আনবে

  সুহানার (Suhana Khan) মাকে নকল করার বিভিন্ন দেখে এটা বুঝতে পারা যাচ্ছে গৌরি বাড়িতে একটা অনুশাসন সব সময়েই বজায় রাখেন ৷ শাহরুখ খানের খাওয়া দাওয়া থেকে শুরু করে ছোট ছোট বিষয়ে বিশেষ নজর রাখেন গৌরি খান (Gauri Khan) ৷ ভিডিওতে গৌরির (Gauri Khan) নকল করতে করতে সুহানা দেখিয়েছেন কীভাবে গৌরি শাহরুখের উপর চিৎকার করেন ৷

  এই ভিডিও অনেক পুরনো তখন সুহানা অত্যন্ত ছোট ছিলেন ৷ ভিডিও দেখে মনে হচ্ছে সেই সময় সুহানার বয়স ৬-৭ বছর ৷ ওই ভিডিওতে বাবা শাহরুখকেও দেখতে পাওয়া গিয়েছিল ৷

  আরও পড়ুন:  Gantchhora: আম্পায়ার সোলাঙ্কি, চিয়ারলিডার শ্রীমা! গাঁটছড়ার সেট বদলে গেল বাইশ গজে, ভাইরাল ভিডিও

  ছোটবেলায় সুহানাকে অত্যন্ত কিউট দেখতে ছিল ৷ বাবার অফিসে দেখতে পাওয়া গিয়েছে সুহানাকে ৷ বাবার সঙ্গে প্রতিটি মুহূর্ত অত্যন্ত রূপে সুহানা উপভোগ করছিলেন ৷ সেখানেই মা নকল করছিলেন সুহানা ৷ ২০০০ সালে সুহানা খানের জন্ম হয় যার অর্থ এই মুহূর্তে সুহানার (Suhana Khan) বয়স ২২ বছর ৷ এই মুহূর্তে শাহরুখের চোখের মণি সুহানা সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ কোনও ছবি বা ভিডিও শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয় ৷

  আরও পড়ুন: Kancha Badam : 'বাবু খাইছো কাঁচা বাদাম', ভুবন বাদ্যকরের সঙ্গে হিরো আলমের নতুন গান! মুহূর্তে ভাইরাল ভিডিও

  বিভিন্ন সময়েই বলিউডে পা রাখার ব্যাপারে খবর এলেও জানতে পারা গিয়েছে সুহানা বিদেশে লেখাপড়া নিয়েই বর্তমানে ব্যস্ত ৷ সুহানার (Suhana Khan) প্রিয় বান্ধবী অনন্যা পান্ডে ইতিমধ্যেই বলিউড জগতে পা রেখেছেন ৷ তাই এখন সবারই অপেক্ষা কবে কিং খানের মেয়ে বাবার পথ অনুসরণ করে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Gauri Khan, Shahrukh Khan, Suhana Khan

  পরবর্তী খবর