#মুম্বই: সব টিনএজার সেলেব কিডদের মতো সুহানা খানও ভালবাসেন সেলফি তুলতে৷ অফ শোল্ডার টপ, হালকা গয়নায় সেজে ক্যাজুয়াল একটি মিরর সেলফি ইনস্টাগ্রামে পোস্টও করে ফেলেছেল শাহরুখ লাডলি৷ আর তারপরই আসতে শুরু করেছে ফ্যানেদের মজার সব কমেন্ট৷
না, সুহানার পোশাক বা পোজ নয়৷ নজর কেড়েছে তার মোবাইল ফোন কভার থেকে উঁকি মারা এটিএম কার্ড৷ ১৯ বছরের সুহানার এটিএম কার্ড দেখে কেউ লিখেছেন, নিশ্চয়ই কোটি টাকা রয়েছে অ্যাকাউন্টে৷ লাকি গার্ল! কেউ আবার মজা করে গব্বর স্টাইলে লিখেছেন উহ্ কার্ড মুঝে দে দে ঠাকুর৷
আবার কেউ সুহানার সঙ্গে মিল পেয়েছেন নিজের৷ লিখেছেন তিনিও এভাবেই এটিএম কার্ড রাখেন মোবাইল কভারে৷ সুহানাও তাহলে সাধারণ মানুষের মতোই মোবাইলেই এটিএম কার্ড রাখেন!
দেখুন সেই পোস্ট
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Selfie, Suhana Khan