Home /News /entertainment /

আদর করে মায়ের চুল টেনে ধরলেন ছোট্ট আদি, সুদীপা শেয়ার করলেন সেই ছবি

আদর করে মায়ের চুল টেনে ধরলেন ছোট্ট আদি, সুদীপা শেয়ার করলেন সেই ছবি

  • Share this:
    #কলকাতা: গত বছর নভেম্বর মাসে ছেলের মা হয়েছেন সুদীপা ৷ দেখতে দেখতে বড় হয়ে উঠছে সুদীপার ছোট্ট আদি ৷ কিছু মাস আগে অন্নপ্রাশনও হয়েছে সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে আদির ৷ তবে এবার ছোট্ট আদি-র মিষ্টি ছবি শেয়ার করলেন মা সুদীপা নিজেই ৷ ট্যুইটে ছবি পোস্ট করে সুদীপা লিখলেন, ‘মাই আদি...’ Sudipa ছেলের নাম আদিদেভ রাখার পিছনে একটা ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, “সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্কা নার্স বলেছিলেন গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেভ। বাবার সঙ্গেও নামের মিল রয়েছে।''
    First published:

    Tags: Adi, Kolkata, Son, Sudipa chattertjee, Tollywood

    পরবর্তী খবর