Home /News /entertainment /

Sudipa Chatterjee: বিবাহবার্ষিকীর সন্ধ্যায় সুদীপার বৈঠকখানা আমোদিত কাকোরি কাবাবের সুবাসে

Sudipa Chatterjee: বিবাহবার্ষিকীর সন্ধ্যায় সুদীপার বৈঠকখানা আমোদিত কাকোরি কাবাবের সুবাসে

অগ্নিদেব ও সুদীপা, ছবি-ফেসবুক

অগ্নিদেব ও সুদীপা, ছবি-ফেসবুক

শুক্রসন্ধ্যা সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) বাড়ির সুসজ্জিত বসার ঘর আমোদিত ছিল কাকোরি কাবাবের সুবাসে ৷

 • Share this:

  কলকাতা : ছিল বৈঠকখানা, হয়ে গেল কাবাব-গলি ৷ শুক্রসন্ধ্যা সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) বাড়ির সুসজ্জিত বসার ঘর আমোদিত ছিল কাকোরি কাবাবের সুবাসে ৷

  কাবাব তৈরির আগের পর্বের ভিডিয়ো শেয়ার করেছিলেন সুদীপা ৷ সেখানে দেখা যাচ্ছে রন্ধনপটীয়সী সঞ্চালিকা আটপৌরে বেশে নিজের হাতে তৈরি কাবাব সেঁকছেন ৷ পাশে রাখা একরাশ কাবাবের সাজসরঞ্জাম ৷ ভিডিয়োর নেপথ্যে বাজছে আরবীয় বাদ্য ৷

  ভিডিয়োর ক্যাপশনে সুদীপা লিখেছেন, ‘ আমাদের লিভিং রুম আজ পরিণত হয়েছিল কাবাব গলিতে ৷ অতিথিদের সামনে ভাল খাবার পরিবেশন করার মতো আনন্দ অন্য আর কিছুতে নেই৷’

  শুক্রবার ছিল অগ্নিদেব ও সুদীপার বিবাহবার্ষিকী ৷ ২০১০ সালে ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন অগ্নিদেব ও সুদীপা ৷ অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতেই বসেছিল বিয়ের আসর ৷ এর পর আরও এক বার তাঁদের বিয়ে হয় ৷ সেটা অবশ্য আইনি বিয়ে ৷ প্রথম অর্থাৎ আনুষ্ঠানিক বিয়ের ৭ বছর পর আইনি বিয়েতে বাঁধা পড়েছিলেন এই জুটি ৷

  দু’বার বিয়ের সঙ্গে ছিল দু’টি মধুচন্দ্রিমাও৷ প্রথম বার অগ্নিদেব সুদীপা গিয়েছিলেন মানালিতে ৷ ৭ বছর পর দ্বিতীয় মধুচন্দ্রিমায় গন্তব্য ছিল সুদূর ইউরোপ ৷ ফেসবুকে সুদীপা জানিয়েছেন, তিনি হিন্দি ছবির ভক্ত ৷ তাই মধুচন্দ্রিমায় কোথায় যাওয়ার ইচ্ছে, প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, মানালি ও সুইৎজারল্যান্ড ৷ সুদীপার কথায়, অগ্নিদেব কম কথার মানুষ ৷ কিন্তু তাঁর দু’টি স্বপ্নই পূর্ণ করেছেন ৷

  সুদীপার কাবাব-উদযাপনে ভিডিয়োতে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তাঁদের ধারণা, সুদীপার তৈরি এই কাকোরি কাবাব রূপের মতো  স্বাদে ও গন্ধেও অতুলনীয় ৷ টেলিভিশন শো-এর মতো ফেসবুকের এই ভিডিয়োতেও কার্যত দর্শনেন অর্ধভোজনং অবস্থা ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Sudipa Chatterjee

  পরবর্তী খবর