#কলকাতা: সদ্য মা হয়েছেন শুভশ্রী ৷ শুভশ্রীর কোল আলো করে এল ছোট্ট ইউভান ৷ আর এই ইউভানকে নিয়েই মাতামাতি গোটা টলিপাড়ায় ৷ ছোট্ট ইউভান তো রাতারাতি সেলিব্রিটি ৷ আর হবে নাই বা কেন? শুভশ্রী-রাজের প্রথম সন্তান বলে কথা ৷
শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে সন্তান জন্ম দেন শুভশ্রী ৷ সঙ্গে সঙ্গেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করলেন রাজ ৷ সবাইকে জানালেন, ছোট্ট ছেলের নাম ইউভান ৷
সম্প্রতি শুভশ্রীর ইনস্টাগ্রামে অনুরাগীদের ভিড় ৷ সবাই হন্যে হয়ে বসে আছেন, রাজ-শুভশ্রীর ইউভানের নতুন ছবি দেখার জন্য ৷ অনুরাগীদের আশাহত না করে শুভশ্রী-রাজও ইউভানের নানা ছবি পোস্ট করে চলেছেন ৷
View this post on Instagram
এই যেমন শুভশ্রীর ইনস্টাগ্রামে দেখা মিলল এক আদুরে ছবির ৷ যেখানে সকালের রোদ মেখে শুভশ্রীর কোলে ঘুমিয়ে আছেন ছোট্ট ইউভান ৷ ইউভানের কপালে শুভশ্রীর মমতা মাখানো চুমু ৷
অন্যদিকে, শনিবার পৃথিবীতে পা রেখেছে রাজের রাজপুত্র ইউভান। নেট দুনিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয় এই নবজাতক। ভালর পাশাপাশি মন্দটাও তো হয়। এখনও ইউভান হাসপাতালে। তবে তাঁর নামে খোলা হয়ে গিয়েছে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এই ঘটনায় বিব্রত রাজ, শুভশ্রী সহ চক্রবর্তী পরিবার।
পরিচালকের কথায়, ' ইউভানের নামে ফেক অ্যাকাউন্ট নিয়ে আমাকে ইন্ডাস্ট্রির অনেকেই জানিয়েছেন। তারপর একজন টুইট করলেন। আমার মনে হলো এবার রিঅ্যাক্ট করা প্রয়োজন। তাই টুইট করলাম।' অনেক দিন পর চক্রবর্তী পরিবারের সকলের মুখে হাসি ফুটেছে। এর মধ্যে এই ভুয়ো অ্যাকাউন্ট, বেশ বেদনা দিয়েছে রাজকে।
পরিচালক জানালেন, ' আমার সকলের কাছে অনুরোধ, এরকমটা না করাই ভাল। ও বড্ড ছোট। আমাকে নিয়ে লোকজন করে। আমার প্রচুর ফেক অ্যাকাউন্ট রয়েছে। আমি মেনে নিয়েছি, ঠিক আছে। আমার ছেলেটাকে নিয়ে করবেন না। ও এই মুহূর্তে খুব ছোট। ও কিছুই বোঝে না। ওর নামে নাই বা খুললেন ফেক অ্যাকাউন্ট।' রাজ নয়, এই কথা গুলো বললেন একজন নবজাতকের বাবা।
শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। রাজের ঘরে এলো সুখবর। ক’দিন আগেই বাবাকে হারিয়েছেন পরিচালক। ঠিক সেই সময় করোনার থাবায় ক্ষত বিক্ষত রাজ। তখন হোম আইসোলেশনে তিনি। একদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বাস্থ্য। অন্যদিকে পিতৃ বিয়োগ, তাঁর জীবনে ঘনিয়ে এসেছিল অন্ধকার। বাবার শেষকৃত্যটাও সম্পন্ন করতে পারেননি রাজ। বিষণ্ণ মনে দিন কাটাচ্ছিল চক্রবর্তী পরিবার। তবে এখন অনেকটাই মন খারাপ কেটে গিয়েছে। সকলের মুখে হাসি ফুটিয়েছে নতুন সদস্যের আগমন। রাজ-শুভশ্রী ছেলের নাম রেখেছেন ইউভান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।