#কলকাতা: শুভশ্রী। টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। সেই সঙ্গে রাজ চক্রবর্তীর স্ত্রী। এবং ইউভানের মা। নিজের ব্যস্ততম কাজের জীবন সামলিয়ে ঘর সংসার জমিয়ে করছেন শুভ। একটু একটু কথা শিখছে ছোট্ট ইউভান। মাকে আই লাভ ইউ বলতে শিখে ফেলেছে। প্লে স্কুলেও পা রেখেছে ইউভান। তাই শুভশ্রীর দায়িত্ব অনেক বেশি। তবে শুধু সংসার নয়, সন্তান জন্মের পর কাজেও ফিরেছেন নায়িকা।
তাঁকেদেখা গিয়েছে মডেলিং করতে। দেখা গিয়েছে রিয়েলিটি শোয়ের জাজ হতে। বিভিন্ন অনুষ্ঠানেও যান তিনি। তবে শুভশ্রীর আগের থেকে একটু ওজন বেড়ে গিয়েছিল। যা নিয়ে নেটিজেনরা বেশ কিছু খারাপ মন্তব্য করেছেন। তবে সে সব গায়ে মাখার মেয়ে শুভ নন। তাঁর মধ্যে আছে একট ছটফটে মেয়ে। যে সব পারে। ওজন কমিয়েও ফেলেছেন অনেকটা।
View this post on Instagram
দেব থেকে জিৎ সকলের সঙ্গেই কাজ করেছেন এই নায়িকা। তবে রাজের সঙ্গে বিয়ের পর রাজের ছবিতেই তাঁকে বেশি দেখা গিয়েছে। টলিউডে দেব শুভশ্রীর প্রেম নিয়ে অনেক গুঞ্জন ছিল। নাম না করেই নিজের চারটে বছর নষ্ট করার কথাও জানিয়েছিলেন শুভ। তবে সে সব এখন অতীত।
আরও পড়ুন: অস্কার পেলেন দেব! ৩৯ বছরে প্রথমবার! বদলে গেল দেবের জীবন !
কিন্তু শুভশ্রী শ্যুটিংয়ে কী করে জানেন। নাচের দৃশ্য হোক বা সংলাপ সবেতেই দারুণ দক্ষ নায়িকা। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। সেখানে লাল হট ড্রেসে নাচ করছেন শুভশ্রী। এই ভিডিওটি নায়িকার ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে। 'ষোল আনা'র শ্যুটিং দৃশ্য। এই ভিডিও মুহূর্তে ভাইরাল। ছটফটে মনের দক্ষ নায়িকা শুভশ্রী ফের একবার জয় করেছেন মানুষের মন। এখন চর্চায় এই ভাইরাল ভিডিও। শুভশ্রী শুধু মনে নয়, পোশাকেও সাহসী। সে সব বোঝা যায় তাঁর পোস্টে। মাঝে মধ্যেই নিজের নানা বোল্ড ছবি শেয়ার করতে দেখা যায় নায়িকাকে। সোশ্যাল মাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামেই বেশি অ্যাক্টিভ নায়িকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Subhashree Ganguly, Tollywood, Viral Video