হোম /খবর /বিনোদন /
'মুখ থেকে প্লাস্টিক গলে পড়ছে'! মেকআপ ছাড়া ভিডিও করে চরম বিড়ম্বনায় শুভশ্রী

Subhashree Ganguly: 'মুখ থেকে প্লাস্টিক গলে পড়ছে'! মেকআপ ছাড়া ভিডিও করে চরম বিড়ম্বনায় শুভশ্রী

Subhashree Ganguly: সংক্ষিপ্ত সেই ভিডিও অনুরাগীদের মনে ধরে। পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন তাঁরা। তবে নেটিজেনদের একাংশ শুভশ্রীর মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন।

  • Share this:

কলকাতা: দিন কয়েক আগের কথা। ইনস্টাগ্রামে মজার একটি ভিডিও দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কয়েক সেকেন্ডের সেইস ভিডিওয় দেখানো হয়েছিল প্রিয় বন্ধু ফোন না তুললে ঠিক কী করা উচিৎ। অভিনয় করেছিলেন শুভশ্রী নিজেই।

সংক্ষিপ্ত সেই ভিডিও অনুরাগীদের মনে ধরে। পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন তাঁরা। এই ভিডিওয় শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের একটি স্যাটিনের শার্ট। ঠোঁটে লিপস্টিক। তবে মুখে কোনওরকম মেকআপ করেননি অভিনেত্রী। রূপটান ছাড়াই ক্যামেরার সামনে আসেন তিনি। এতদূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। তাল কাটে এর পর। নেটিজেনদের একাংশ শুভশ্রীর মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন।

জনৈক লেখেন, 'প্লাস্টিক সার্জারিটা কতটা খারাপ হয়েছে। মনে হচ্ছে যেন মুখ থেকে প্লাস্টিক গলে পড়ছে।' আবার অন্য জনের টিপ্পনি, 'আপনার স্কিন এত খারাপ হয়ে গিয়েছে কেন? ডাক লিপ করতে গিয়ে ঠোঁটের নীচে দাগ করে ফেলেছে। ভাল সার্জেন না যে-ই করেছেন। একজনের কথায় আবার খানিক আফসোসের সুর। তিনি লিখেছেন, 'পরিণীতায় অভিনয় করার সময়ে অনেক বেশি সুন্দর ছিলেন আপনি।' এমনই অসংখ্য মন্তব্যে ভরে উঠেছে শুভশ্রীর পোস্টের কমেন্ট বক্স।

আরও পড়ুন: বাংলা সিনেমায় কাজ করছেন মৌনি? একান্ত সাক্ষাৎকারে জানালেন স্বয়ং অভিনেত্রী

আরও পড়ুন: প্রচারে শাড়ি! 'ইন্দুবালা' সফল হতেই হাইস্লিট ড্রেসে শুভশ্রী! সাকসেস পার্টির ছবি

তবে মেকআপ ছাড়া জনসমক্ষে আসায় অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছেন শুভশ্রী। অনেকেই তাঁর প্রশংসা করেছেন। ট্রোল-কটাক্ষ নিয়ে যদিও ভাবিত নন রাজ-পত্নী। এক সাক্ষাৎকারে নিউজ18 বাংলাকে তিনি বলেন, 'আগে খারাপ লাগত! এখন যারা ট্রোল করে, তারা আমার কাছে অদৃশ্য'।

 

সম্প্রতি 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। দর্শকের উদ্দেশে তিনি লেখেন, 'যাঁরা 'ইন্দুবালা ভাতের হোটেল' দেখেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। সারা দেশ এবং বিদেশ থেকে যা প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমরা আপ্লুত।'

Published by:Sanchari Kar
First published:

Tags: Subhashree Ganguly, Tollywood